লাখো মুসল্লির অশ্রুসিক্ত নয়নে এবং ‘আমিন আমিন’ ধ্বনির মধ্যে দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের ইজতেমা।
শুক্রবার (২ মে) ইজতেমায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের নিগরান (সভাপতি) ও রুকনে শুরা আব্দুল মুবিন আত্তরী।
জুমার নামাজে ইমামতি ও নসিহত করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা ওবায়েদে রেজা মাদানী কাদেরী আত্তারী।
বিশেষ বয়ান করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।
ইজতেমায় আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আন্তর্জাতিক ইজতেমা তারিখ ঘোষণা করা হয়।
আরএ/টিএ