জুলাই শেষ হয়নি, বিরোধীশক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। কারণ জুলাই বিরোধী শক্তিগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে।’

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘গত নয় মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়—এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়।’

প্রধান উপদেষ্টার প্রেসসচিব লিখেছেনম ‘যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, তারা হারিয়ে যায়নি। তারা দেখছে, অপেক্ষা করছে, হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে এটি এক ধরনের যুদ্ধ। একটি দৃষ্টিভঙ্গির অনুসারীরা চায় গণতান্ত্রিক, মুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ, অন্যরা চায় লুটেরা, বংশগত, চেতনাবাজি শাসনব্যবস্থা; যা তার দুর্নীতিপরায়ণ অতীতের ছায়া আঁকড়ে ধরে আছে।’

তিনি বলেন, ‘আর ভুল কোরো না, যখনই তুমি বিশ্রাম নাও, ভাবো যে লড়াই শেষ—তখনই তারা ফিরে আসে—হিংসা নিয়ে, প্রপাগান্ডা নিয়ে, বিষ ছড়িয়ে।’

তিনি আরো বলেন, ‘তারা অপেক্ষা করে রাস্তাগুলো ফাঁকা হওয়ার, যেন আবার দখল নিতে পারে। কিন্তু আমি শিখেছি, আমাদের কখনো রাস্তাগুলো ছেড়ে দেওয়া চলবে না। শুধু বাস্তব রাস্তা নয়, আদর্শের রাস্তাও না।’

শফিকুল আলম বলেন, ‘যেকোনো বিপ্লব-পরবর্তী সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে রক্ষা করা।’

তিনি বলেন, ‘কারণ যদি তুমি সজাগ না থাকো, তাহলে তোমার প্রতিপক্ষ আনন্দের সঙ্গে তাদের কল্পিত সত্য চাপিয়ে দেবে। বিহারিদের ভাগ্যটা দেখো না? হ্যাঁ, কিছু লোক মুক্তিযুদ্ধের সময় দালালি করেছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল গোলাগুলির মাঝে আটকে পড়া—হত্যাকাণ্ডের শিকার, প্রান্তিক ও নিস্তব্ধ করে দেওয়া।'

তিনি আরো বলেন, ‘জেনেভা ক্যাম্পে জন্ম নেওয়া প্রজন্মগুলো আজ লজ্জায় বড় হয়, এমনকি তাদের নিজেদের গল্প বলার অধিকারও নেই। এটা আমাদের ভবিতব্য হতে পারে না।’

প্রেসসচিব বলেন, ‘এখান থেকে জীবন আমাকে যেখানে নিয়ে যাক না কেন, একটি জিনিস নিশ্চিত— আমি রাস্তা ছাড়ব না। আমি জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে কথা বলা থামাব না।’

তিনি বলেন, ‘আমি সত্য বলা থামাব না। ২০০৯ থেকে ২০২৪ এর আগস্ট পর্যন্ত দীর্ঘ, অন্ধকার সময় নিয়ে—যেটা ছিল এক ধরনের ডিজিটাল দাসত্ব, দমন ও ভয়ের সময়।’

প্রেসসচিব আরো বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগতও। এটি অস্তিত্বের প্রশ্ন। এটি আমার জীবনের বাকি অংশ গঠন করবে। আর আমি এই লড়াইতে হারতে পারি না, হারব না।’

আরআর

Share this news on:

সর্বশেষ

img
শাসনব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য-বিকেন্দ্রীকরণ-জবাবদিহিতা নিশ্চিতের দাবি এনসিপির May 06, 2025
img
৪৪ বিসিএসের ভাইভা শুরু ২০ মে May 06, 2025
img
শুক্রবার কুয়েত প্রবাসীদের গণশুনানি করবে দূতাবাস May 06, 2025
img
রাজপথে নেতা-কর্মীদের স্লোগান, ফুল আর ব্যানারে সিক্ত হলেন খালেদা জিয়া May 06, 2025
img
মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি May 06, 2025
img
দুদকের অভিযান : বিজ্ঞানীরা নয়, বিদেশি প্রশিক্ষণে যাচ্ছেন সাধারণ কর্মকর্তারা May 06, 2025
img
মাঝরাতে কীভাবে কাঞ্চনের জন্মদিন সেলিব্রেশন শ্রীময়ীর? May 06, 2025
img
আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ? May 06, 2025
হয়তো ঈদ জুটবে না গার্মেন্টস কর্মীদের May 06, 2025
img
এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের অভিনেত্রীর May 06, 2025