শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে। বড় রানের চাপেই যেন শেষ হয়ে গেছে লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে ধাক্কা খায় লঙ্কানরা। ৬ রানের মধ্যেই হারায় ২ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল ভিমাথ দিনসারা। লঙ্কান অধিনায়ক ব্যক্তিগত ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৭২ বলে ৬৬ রান। তবে এই ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

বাংলাদেশের ৪১ রানে ৩ উইকেট পেয়ে সেরা বলার আল ফাহাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম তামিম।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে (২৩) ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অ-১৯: ৫০ ওভারে ৩৩৬/৮ (আবরার ১১৩, কালাম ১৯, আজিজুল ২৩, রিজান ৮২, আব্দুল্লাহ ৩২, দেবাশিস ১৯, সামিউন ২৩, ফরিদ ০, ফাহাদ ১৯*, রাফি*; নিমসারা ১০-০-৯৬-৩, নাভোদিয়া ১০-০-৪৫-২, রাভিহানসা ৮-০-৫২-০, গামাগে ৬-০-৪৮-০, হিনাটিগালা ১০-০-৩৬-০, নিন্দুওয়ারা ৫-০-৪৩-১, সিগেরা ১-০-১৪-০)।

শ্রীলঙ্কা অ-১৯: ৩৮.৪ ওভারে ১৯০ (সিগেরা ০, পেইরিস ১, হিনাটিগালা ৩০, ভিদানাপাথিরানা ২, দিনসারা ৬৬, গামাগে ২৩, দিমানসিথ ৭, নিন্দুওয়ারা ৭, নিমসারা ,৩৯ রাভিহানসা ০, নাভোদিয়া ৩*; ফাহাদ ৮-১-৪১-৩, সানজিদ ৭-০-৫৯-২, আজিুজুল ২-০-৭-২, সামিউন ৭-২-১১-১, রিজান ২-০-৫-০, রাফি ৮-০-৩০-০, দেবাশিস ৩-০-১৭-১, আবরার ১-০-১২-০, কালাম ০.৪-০-৫-১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৬ রানে জয়ী।

আরএম/এসএন     

Share this news on:

সর্বশেষ

img
জব্দকৃত ৬ হাজার কেজি ইলিশ পৌঁছাল এতিমখানায় May 08, 2025
img
হামলার শঙ্কায় ঘরবাড়ি ফেলে পালাচ্ছেন সীমান্তবাসী May 08, 2025
img
পাকিস্তানে ফের ভারতীয় হামলা May 08, 2025
img
ভারতকে জবাব দিতে আকাশে পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান May 08, 2025
img
ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 08, 2025
img
অবৈধ অভিবাসন সহায়তা: সৌদি নারীর সাজা, তদন্তে দুই বাংলাদেশি May 08, 2025
img
“পাকিস্তানকে এখনও ভয় পায় ভারত”— ইলিয়াস হোসেনের বিস্ফোরক দাবি May 08, 2025
img
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন মমতা ব্যানার্জী May 08, 2025
img
তাপপ্রবাহে গরম বাড়ছে, মে মাসে আসতে পারে ঘূর্ণিঝড়ও May 08, 2025
img
২০২৬ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’— দাবি ট্রাম্পের May 08, 2025