জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আওতায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ বৃদ্ধিসহ দক্ষতা প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (৩ মে) এ সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) পক্ষে নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ স্মারকে সই করেছেন।

বিষয়টি নিয়ে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তাই বেকার জনগোষ্ঠীর একটা বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্বও এই বিশ্ববিদ্যালয়ের। স্কিলড ম্যানপাওয়ার (প্রশিক্ষিত জনগোষ্ঠী) হওয়ায় প্রতিবেশী দেশেসহ বিভিন্ন দেশের গ্র্যাজুয়েটরা উচ্চ বেতনে বিশ্বের চাকরির বাজারে সম্মান নিয়ে কাজ করে। কিন্তু দক্ষতার অভাবে আমাদের দেশের গ্র্যাজুয়েটরা স্বল্প বেতনে বাইরে কাজ করে।

তবে এই চিত্র পরিবর্তনে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস May 04, 2025
img
কোরবানির ঈদের জন্য পশু আমদানি করা হবে না : উপদেষ্টা May 04, 2025
img
এখনো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়: কামাল আহমেদ May 04, 2025
img
মোবাইল নিয়ে ব্যাটিং করতে নেমে ভাইরাল কাউন্টি ক্রিকেটার May 04, 2025
img
পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, কিন্তু সেখানে মরতে রাজি নই : বাঁধন May 04, 2025
img
গাবতলী হাটের ইজারা সংক্রান্ত ভুল, অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ May 04, 2025
img
খালেদা জিয়া ফিরছেন ৬ মে, নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা May 04, 2025
img
উপদেষ্টাদের ৩ এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের May 04, 2025
img
অক্ষয়ের কারণেই অভিনয় ছাড়েন আসিন, জানালেন অভিনেত্রীর স্বামী May 04, 2025
img
রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই কেন সম্ভব নয়, জানালেন উপদেষ্টা May 04, 2025