ভোলায় বিএনপির সম্মেলনে অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত ৩০

ভোলার তজুম‌দ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়‌নের উত্তর শাখার বিএন‌পির স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে দুই সভাপ‌তি প্রার্থী‌র সমর্থকদের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে উপ‌জেলার শশীগঞ্জ বাজার সংলগ্ন এক‌টি মাদরাসার মা‌ঠে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বি‌কে‌লের দি‌কে তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের উত্তর শাখার বিএন‌পির স‌ম্মেলন শুরু হয়। স‌ম্মেলন চলাকা‌লীন স্লোগান দেওয়া‌কে কেন্দ্র ক‌রে উত্তর শাখার সভাপ‌তি প্রার্থী জা‌হিদ হাসান দিদার ও অর‌বিন্দ দে টিটুর সমর্থক‌দের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। পরে চেয়ার নিয়ে মারামা‌রিতে জড়িয়ে পড়েন তারা।

একপর্যায়ে উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ উপ‌জেলার অন্য নেতারা সম্মেলন স্থা‌গিত ক‌রে চ‌লে যান। প‌রে দুই সভাপ‌তি প্রার্থীর সমর্থকরা লা‌ঠিসোঁটা নি‌য়ে সংঘ‌র্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।। আহতদের অ‌নে‌কেই তজুম‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে চাঁদপুর উত্তর শাখার সভাপ‌তি প্রার্থী জা‌হিদ হাসান দিদার অ‌ভি‌যোগ করে বলেন, তার সমর্থক সংখ্যা অ‌নেক বে‌শি হওয়ায় প্রতিপক্ষ অর‌বিন্দ দে টিটুর গ্রুপের সমর্থকরা তার সমর্থক‌দের ওপর হামলা চা‌লিয়েছেন। এতে তার ১৫-২০ জন সমর্থক আহত হ‌য়ে‌ছেন।

জানতে চাইলে সভাপ‌তি প্রার্থী অর‌বিন্দ দে টিটু একই অভিযোগ করে বলেন, জা‌হি‌দ সমর্থকদের হামলায় তার পক্ষের ২০ জন আহত হয়ে‌ছেন।

ত‌বে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রা‌জি হননি তজুম‌দ্দিন উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

তজুম‌দ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস বলেন, থানায় অ‌ভি‌যোগ কর‌লে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ