‘হাহা’ রিয়েক্টে ভরে গেছে রাকুলের পোস্ট

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গতকাল মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
 
এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে দেশটির শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে অনেক নামিদামি তারকা এ হামলার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংও তাদের মধ্যে একজন। তবে রাকুলের সেই পোস্ট ‘হাহা’ রিয়েক্ট দিয়ে ভরে গেছে।অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে যে একমত নন অনুরাগীরা, তা জানান দিচ্ছে এই পাবলিক রিয়েকশন।
 
রাকুলের ফেসবুক পোস্ট থেকে
বুধবার (৭ মে) ফেসবুকে রাকুল ‘অপারেশন সিঁদুর’-এর একটি পোস্টকার্ড শেয়ার করেন। সঙ্গে লেখেন ‘আমাদের বীরদের অতুলনীয় সাহসকে শ্রদ্ধা ও সালাম।’ রাকুলের এই পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ হাজার রিয়েক্ট পড়েছে যার মধ্যে ১৬ হাজার ‘হাহা’ রিয়েক্ট! মন্তব্য বিভাগেও বেশিরভাগ মানুষকে পাকিস্তানের সমর্থনে মন্তব্য করতে দেখা গেছে।

কেউ বলছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’, কারো মতে, ‘পাকিস্তানই জিতবে এ যুদ্ধ’, কেউ আবার প্রশ্ন ছুড়ে বলছেন, ‘সিনেমা বানাচ্ছেন কবে?’
এদিকে ভারতের এই হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অক্ষয় কুমার, রজনীকান্ত, চিরঞ্জীবী, আল্লু অর্জুনের মতো তারকারা।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা।

পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।
 
অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। বিবিসি নিশ্চিত হয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৩২ জন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
হামলার শঙ্কায় ঘরবাড়ি ফেলে পালাচ্ছেন সীমান্তবাসী May 08, 2025
img
পাকিস্তানে ফের ভারতীয় হামলা May 08, 2025
img
ভারতকে জবাব দিতে আকাশে পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান May 08, 2025
img
ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 08, 2025
img
অবৈধ অভিবাসন সহায়তা: সৌদি নারীর সাজা, তদন্তে দুই বাংলাদেশি May 08, 2025
img
“পাকিস্তানকে এখনও ভয় পায় ভারত”— ইলিয়াস হোসেনের বিস্ফোরক দাবি May 08, 2025
img
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন মমতা ব্যানার্জী May 08, 2025
img
তাপপ্রবাহে গরম বাড়ছে, মে মাসে আসতে পারে ঘূর্ণিঝড়ও May 08, 2025
img
২০২৬ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’— দাবি ট্রাম্পের May 08, 2025
img
ক্রিকেটার রুবেল হোসেনের ভাতিজা নিখোঁজ May 08, 2025