পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা

উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।বুধবার (০৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, শেখ মোহাম্মদ চলমান উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে কাতারের সহযোগিতা ও মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানান।
 
বিবৃতিতে বলা হয়, কাতার বিশ্বাস করে যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ হলো আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সংঘাত নয়, বরং শান্তি এবং পারস্পরিক সহযোগিতাই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ফুল স্কেলে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্প গাজায় নতুন করে হামলা চান না May 11, 2025
ট্রিপল নাইনে যুক্ত হলো যে নতুন সুবিধা May 11, 2025
পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়ার হাস্যোজ্জল ছবি ভাইরাল | টাইমস ফ্ল্যাশ | ১১ মে, ২০২৫ May 11, 2025
img
যুদ্ধ বন্ধে পুতিন ও জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান জানালেন ট্রাম্প May 11, 2025
img
পাকিস্তানে এক রাতের অতিথি হতে কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া May 11, 2025
img
ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন, ব্ল্যাকআউটের আহ্বান May 11, 2025
img
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা খুশি May 11, 2025
img
বজ্রপাত ও কালবৈশাখীতে ৫ জেলায় ১২ জনের মৃত্যু May 11, 2025
img
এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর : ভারতীয় বিমান সেনা May 11, 2025
img
এল ক্লাসিকোতে ৭ গোলের থ্রিলার, রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা May 11, 2025