আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের মধ্যস্থতায় হয়েছে- নুরুল হক নুর

সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে শুরু করে আজ আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগনালে ও মধ্যস্থতায় হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

নুর বলেন, সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগনালে ও মধ্যস্থতায় হয়েছে। আমরা বারবার বলেছি দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। সেখানে সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করুন। কিন্তু, এটা করা হয়নি। ক্রমাগতভাবে যেসমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হয়েছে, তার মধ্যে অন্তত ৫ জন আছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। অন্তত আরও ৫ জন উপদেষ্টা আছে, যারা বিদেশি অ্যাম্বাসির মদদপুষ্ট। ফ্যাসিবাদের দোসর, বিদেশি মদদপুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে আর শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাবো।

তিনি বলেন, বিএনপি-জামায়াত শুরুর দিকে বলেছে যে আমরা নির্বাচন চাই, নির্বাচনী রোডম্যাপ দেন। কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় মনে হলো। কারণ তারা বুঝতে পেরেছে আপনারা (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) যে পথে যাচ্ছেন এবং যে প্রক্রিয়া অবলম্বন করছেন, সেটা আপনাদের জন্য ভালো হবে না এবং দেশের জন্যও ভালো হবে না। আপনারা ১/১১ এর মতো দেশকে সেই পরিস্থিতির দিকে নিয়ে যাবেন। আপনারা যদি সংস্কার করতে চান, তাহলে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপ দেন। জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না।

তিনি আরও বলেন, আমাদের ছাত্র নেতারা দু’একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ৫ আগস্ট যে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যের নষ্টের মূল কারিগরদেরও একসময় জবাবদিহি করতে হবে। যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন, যা ইচ্ছা তা করবেন আর জনগণ মেনে নেবে, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না। তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আগামীর গতিপথ ঠিক করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না।

গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা যতই নতুন বন্দোবস্ত ও নতুন ধারার রাজনীতির কথা বলছি, কিন্তু সবকিছুই চলছে পুরোনো ধারায়। কোনো জায়গায় খুব বেশি পরিবর্তন আসেনি।প্রশাসন এখনো নিরপেক্ষ হয়ে কাজ করছে না। বর্তমানে একটা নব্য আধিপত্যবাদী দাঁড়িয়ে গেছে তথাকথিত ছাত্র সমন্বয়ক নামের বিভিন্ন জায়গার ছাত্র প্রতিনিধি। তারা এখন জেলা-উপজেলায় মন্ত্রীদের চেয়েও পাওয়ারফুল।

তিনি বলেন, ড. ইউনূস নিজে বলেছেন ছাত্ররা ওনার নিয়োগকর্তা। তারা যতদিন চায় তিনি ক্ষমতায় থাকবেন। ছাত্ররা কেন বলেনি যে, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে (ড. ইউনূস) ক্ষমতায় বসাবো না। সরকারে দুজন ছাত্র উপদেষ্টা আছে। সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি হলো এলজিআরডি। সেখানে একজন ছাত্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। এলজিআরডি মিনিস্ট্রি তো দূরের কথা, যার ন্যূনতম মিনিস্ট্রি সম্পর্কে ধারণা নেই, প্রত্যেকটি দায়িত্বের কাজ তাদের লোকজন ছাড়া আর কেউ পাচ্ছে না।


তিনি আরও বলেন, রাজনীতিবিদদের অনেক দোষ। রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যায়, তারা সবকিছুকে কুক্ষিগত করার চেষ্টা করে থাকেন। যার ফলে বাংলাদেশে গত ৫০ বছরে একটা শক্তিশালী নির্বাচন ও স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আমাদের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারিনি। যে সরকার যখন ক্ষমতায় গিয়েছে, তাদের দলীয় লোকদের বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। পুলিশ প্রশাসনে দলবাজি করে একটা আধিপত্য তৈরি করেছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025
img
‘জুলাই চলবে’, যমুনার পথে এনসিপি নেতা সারজিস May 09, 2025
img
‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’', স্লোগানে উত্তাল যমুনা May 09, 2025
img
মুসলিম লীগের মতো আওয়ামী লীগও উৎখাত হয়েছে: বদরুদ্দীন উমর May 09, 2025