'ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না'

প্রায় পাঁচ বছর হয়ে গেল। শেষ নায়িকা হিসাবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে দেখেছিলেন দর্শক। ২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের শেষ পর্ব। তার পর ‘সান বাংলা’র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর কেরিয়ারে। এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অভিনেতা উদয়প্রতাপ সিংহের সঙ্গে সংসার পেতেছেন অনামিকা। সকলের প্রশ্ন কেন তিনি ছোট পর্দা থেকে দূরে? তবে নিয়মিত ছোট পর্দায় তাঁকে দেখা না গেলেও তাঁর রোজনামচা এখন দর্শকের হাতের মুঠোয়। নিজের প্রতি দিনের খুঁটিনাটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন অনামিকা। বলা যেতে বাকিদের মতো তিনি এখন ‘ভ্লগার’। তবে কি অভিনয় ছেড়ে ভ্লগিংই অনামিকার নতুন পেশা

 নায়িকা সাফ জানালেন, ভ্লগিং থেকে ভাল রোজগার হচ্ছে তাই তিনি এই কাজ করছেন। অভিনেত্রী বলেন, “এক মাসও হয়নি। দর্শকের থেকে আমি যা ভালবাসা পাচ্ছি, তাই ভ্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভাল রোজগারও হচ্ছে, কেন করব না?” তবে অভিনয়টাও যে সেই সঙ্গে চালিয়ে যেতে চান তিনি সে কথাও স্বীকার করেছেন। কিন্তু ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর আর সে ভাবে কেন তাঁকে পর্দায় দেখা গেল না? অনামিকা বললেন, “সত্যি বলছি আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তা হলে আমার কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি।”

মাঝে বেশ কিছু ছোট চরিত্রের সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু এখন সে ভাবে কোনও নতুন কাজের সুযোগ নেই। অভিনেত্রী বললেন, “কাউকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন। ভ্লগ করছি, ভাল আছি। তাতে কেউ আমায় নতুন কোনও সুযোগ দিলে ভাল। না হলেও ঠিক আছে।” স্বামী উদয়প্রতাপকে নিয়ে সুখে সংসার করছেন অনামিকা। আগামী দিনে ভাল কাজের সুযোগ এলে অবশ্যই করবেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025
img
‘পুরো শহর নেমে আসুন’—আবদুল হান্নান মাসুদের আহ্বান May 09, 2025
img
ভারতের দাবি—পাকিস্তানের পাইলট আটক, প্রমাণ চাইল ইসলামাবাদ May 09, 2025
img
‘জুলাই চলবে’, যমুনার পথে এনসিপি নেতা সারজিস May 09, 2025
img
‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’', স্লোগানে উত্তাল যমুনা May 09, 2025
img
মুসলিম লীগের মতো আওয়ামী লীগও উৎখাত হয়েছে: বদরুদ্দীন উমর May 09, 2025
img
আইভীকে আটকে অভিযান, পুলিশকে ঘিরে ধরেছেন সমর্থকরা May 09, 2025