শাহবাগে ফ্যাসিবাদের পতন-ধ্বনি : হাসনাত আব্দুল্লাহ

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনের সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।

ঘোষণার পর সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল গিয়ে শাহবাগ অবরোধ করে রাখে।

এদিকে, শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘শাহবাগে ফ্যাসিবাদের পতন-ধ্বনি।

এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ‘যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিলো, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

এসএম/টিএ

Share this news on: