ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সশস্ত্র সংঘাত হঠাৎ থেমে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে যুদ্ধক্ষেত্রে চীনা প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে চিহ্নিত করেছেন বিশিষ্ট চিন্তক ও কলামনিস্ট ফরহাদ মজহার। তাঁর মতে, ইউরোপীয় রাফাল প্রযুক্তি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে চীনা প্রযুক্তি পাকিস্তানকে তুলনামূলকভাবে কৌশলগত সুবিধা দিয়েছে, যার প্রভাব শুধু যুদ্ধের মাঠে নয়, আন্তর্জাতিক অর্থনীতিতেও দৃশ্যমান।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’-এ অংশ নিয়ে ফরহাদ মজহার বলেন, “এই যুদ্ধ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো—প্রথমবারের মতো ফরাসি এবং ইউরোপীয় প্রযুক্তির (যেমন রাফাল) তুলনায় চীনা প্রযুক্তি যে এগিয়ে, তা বাস্তবে প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “চীনের জে-১০ ও HQ-9 প্রযুক্তির কার্যকারিতা দেখে শুধু ভারত নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরাও বিস্মিত। এরই প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারে—রাফাল নির্মাতা ফরাসি কোম্পানির শেয়ারদর কমে গেছে, আর চীনা প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ার মূল্য বাড়ছে।”
মজহারের দাবি, এই প্রযুক্তিগত চমকই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপ করতে বাধ্য করেছে। “এটাই আসল ইস্যু,” বলেন তিনি।
এসএস/টিএ