পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের সাত জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে গভীর রাতে রাস্তায় নেমেছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা।
মানবিক জায়গা ধারণ করেই তিনি হেঁটে হেঁটে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুমানো অসহায় ও ছিন্নমূল মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণ কম্বল।
বছরের শুরুতেই এই মানবিক উদ্যোগ নিয়ে তিনি চষে বেড়িয়েছেন গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (টিএসসি)।
গত বুধবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হানা দেন রাজ রিপা। এ সময় তিনি ঘুমন্ত শীতার্ত মানুষদের খুঁজে বের করে নিজের হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষরা।
কম্বল পেয়ে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”
এ প্রসঙ্গে রাজ রিপা বলেন, “শৈত্যপ্রবাহের কারণে আমরা ভারি কম্বল ও জামাকাপড় পরেও শীত মানাতে পারছি না, কষ্ট হচ্ছে। সেখানে রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলো কীভাবে এতো শীত সহ্য করছে, সেটা ভেবেই আমি স্থির থাকতে পারিনি। তাদের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে ছুটে গিয়েছি।”
তিনি আরও বলেন, “রাস্তার পাশে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে আমি ও আমার বন্ধুরা সাধ্যমতো চেষ্টা করেছি পাশে দাঁড়াতে। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এভাবেই অসহায়দের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেব।”
বর্তমান সময়ের নায়িকা রাজ রিপা। ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান তিনি। ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাতেও কাজ করেছেন ঢালিউডের এই নতুন নায়িকা। অভিনয় করেছেন ‘ময়না’ নামের সিনেমায়। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাতেও কাজ করেন অভিনেত্রী। লেখক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘রক্ষা’য় অভিনয় করেন তিনি।
এসএন