দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করলো জাতীয় ক্রীড়া পরিষদ। আজ সকালে প্রকাশিত ১৯ সদস্যের এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে।
সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক আব্দুস সালাম খান। তবে সবচেয়ে নজরকাড়া পদে মনোনয়ন পেয়েছেন বেগম আলেয়া ফেরদৌস। প্রায় আশি বছরের এই নারী সংগঠককে সাধারণ সম্পাদকের দায়িত্বে আনা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে।
আলেয়া ফেরদৌস দীর্ঘদিন ধরে মহিলা ক্রীড়া সংস্থা, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং শুটিং ফেডারেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা করেছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা থাকলেও বয়স ও স্বাস্থ্যগত দিক থেকে শুটিংয়ের মতো ব্যয়বহুল ও সংবেদনশীল ফেডারেশন পরিচালনায় তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
যুগ্ম সম্পাদক করা হয়েছে জিএম হায়দারকে, যিনি নিজেও একজন সাবেক শুটার। দীর্ঘদিন ধরে ফেডারেশনের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন তিনি। তবে তাঁর নিয়োগেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শুটিং সংশ্লিষ্ট একাংশ মনে করেন, জিএম হায়দারের অতীত কর্মকাণ্ড নিয়ে রয়েছে প্রশ্ন।
কমিটির সদস্যদের মধ্যে রাখা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি। আছেন আরও কয়েকজন সাবেক শুটার ও সংগঠক। তবে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, দেশের তারকা শুটার সাইফুল আলম রিংকি, সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্না এই কমিটিতে জায়গা পাননি।
উল্লেখ্য, শুটিং ফেডারেশনের কমিটির জন্য সার্চ কমিটি বেশ কয়েক মাস আগে প্রস্তাব জমা দেয়। এরপর ক্রীড়া মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করে সময় নিয়ে এই কমিটি অনুমোদন দেয়। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন-সংখ্যা এখন ৫২। এর মধ্যে ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টির মধ্যে সব কটির কমিটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এখন শুধু বাকি আছে মহিলা ক্রীড়া সংস্থার কমিটি।
এসএন