আনচেলত্তিকে কোচ নিয়োগের পরই পদচ্যুত ব্রাজিল ফুটবল প্রধান

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। একই সঙ্গে সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। তবে রদ্রিগেজ ইতোমধ্যে তার পদ ফিরে পেতে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালতের এক আদেশে এডনালদো রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাত্র তিনদিন আগে জাতীয় দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। ইতোমধ্যে আনচেলত্তি এবং সিবিএফ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে।

এ বছরের মার্চে রদ্রিগেজ পুনঃনির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের সভাপতির দায়িত্বে থাকার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো তার জায়গায় সাময়িকভাবে বসিয়েছেন সহ-সভাপতি সার্নেকে। উল্লেখ্য, এই সার্নেই এর আগে আদালতে রদ্রিগেজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে অপসারণের আবেদন করেছিলেন। পাশাপাশি, ২০১৮ সালে তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ার পর থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

আদালতের এই আদেশে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করবেন। দীর্ঘদিন ধরেই সিবিএফের সকার কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন, সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে। একই সঙ্গে সিবিএফ নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তিটি বৈধ এবং উভয়পক্ষ এতে সম্মতি দিয়েছেন। সার্নে গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আনচেলত্তির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

সার্নে আরও বলেন, “সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে আছি)। আমার লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না।”

উল্লেখ্য, এটি দ্বিতীয়বারের মতো আদালতের আদেশে সিবিএফ সভাপতির দায়িত্ব হারালেন এডনালদো রদ্রিগেজ। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তখনও তিনি জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেয়।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম May 18, 2025
img
টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক May 18, 2025
img
পাঁচদিনের বিরতির পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু May 18, 2025
img
দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির May 18, 2025
অপারেশন সিঁদুর ছোট্ট একটা ট্রেইলার May 18, 2025
জনরোষে পড়ার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন May 18, 2025
মাদক সেবনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি May 18, 2025
img
ট্রাম্পকে স্বাগত জানানো সেই চুল ওড়ানো নৃত্যের ইতিহাস May 18, 2025
img
আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি May 18, 2025
img
সীমান্তবর্তী এলাকায় বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা May 18, 2025
img
‘পাইলট ছাড়াই’ দুই শতাধিক যাত্রী নিয়ে ১০ মিনিট আকাশে উড়ল উড়োজাহাজ May 18, 2025
img
আমিরাতকে হারিয়ে লিটনের চোখে দুই উন্নতির খোঁজ May 18, 2025
img
মূল্যস্ফীতির প্রভাব টেলিকম খাতে স্পষ্ট, প্রযুক্তিগত বিনিয়োগে ভবিষ্যতের আশা May 18, 2025
img
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা May 18, 2025
img
যুক্তরাষ্ট্রে সেতুতে জাহাজের ধাক্কা, কয়েকজন আহত May 18, 2025
img
শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ-ভারত May 18, 2025
img
ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে May 18, 2025
img
খাজা আসিফের দাবি : ভারতের বড় বড় যুদ্ধবিমান ‘ঘুড়ির মতো ভেঙেছে’ পাকিস্তান May 18, 2025
img
৯১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীন ইসলাম গ্রেফতার May 18, 2025
img
লাহোরের শোভা সাকিব, দিল্লির মোস্তাফিজ May 18, 2025