ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। একই সঙ্গে সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। তবে রদ্রিগেজ ইতোমধ্যে তার পদ ফিরে পেতে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালতের এক আদেশে এডনালদো রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাত্র তিনদিন আগে জাতীয় দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। ইতোমধ্যে আনচেলত্তি এবং সিবিএফ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে।
এ বছরের মার্চে রদ্রিগেজ পুনঃনির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের সভাপতির দায়িত্বে থাকার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো তার জায়গায় সাময়িকভাবে বসিয়েছেন সহ-সভাপতি সার্নেকে। উল্লেখ্য, এই সার্নেই এর আগে আদালতে রদ্রিগেজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে অপসারণের আবেদন করেছিলেন। পাশাপাশি, ২০১৮ সালে তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ার পর থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আদালতের এই আদেশে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করবেন। দীর্ঘদিন ধরেই সিবিএফের সকার কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন, সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে। একই সঙ্গে সিবিএফ নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তিটি বৈধ এবং উভয়পক্ষ এতে সম্মতি দিয়েছেন। সার্নে গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আনচেলত্তির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
সার্নে আরও বলেন, “সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে আছি)। আমার লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না।”
উল্লেখ্য, এটি দ্বিতীয়বারের মতো আদালতের আদেশে সিবিএফ সভাপতির দায়িত্ব হারালেন এডনালদো রদ্রিগেজ। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তখনও তিনি জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেয়।
এসএস/টিএ