‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে’

অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনিদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবার (১৬ মে) বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি—আপনাদের ঝগড়া, মারামারি জনগণ পছন্দ করছে না। কে এমপি হবেন, কে পালাবে, কে কী করেছে এসব বাদ দিন, আগে রাষ্ট্রকে গঠনের দিকে মনোযোগ দিন। আমাদের ঐক্য নষ্ট হলে দেশ গভীর সংকটে পড়বে।

তিনি বলেন, ভারত একের পর এক আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখনও তারা বাংলাদেশকে ন্যায্য হিস্যা দিতে নারাজ। আমাদের সীমান্তকে অস্থির করতে চায়। কিন্তু দেশের মানুষ প্রস্তুত—যার যা আছে, তা নিয়েই সীমান্তে পৌঁছে যাবে।

মঞ্জু বলেন, ভারতের আধিপত্যবাদী চক্রান্ত প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিভেদ নয়, কোনো দ্বন্দ্ব নয়—সব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে নানা সমস্যা রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা—সব জায়গায় সমান উন্নয়ন করতে হবে। এবি পার্টি জনগণের সমস্যা সমাধানে সেবামূলক রাজনীতির চর্চা করছে।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে মঞ্জু বলেন, চট্টগ্রাম বন্দরকে উন্নত করতে হবে। চাক্তাই খাল খনন ও জলাবদ্ধতা নিরসন জরুরি। মানুষকে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমরা ধর্ম বা মতবাদের বিভেদে রাজনীতি করি না।

তিনি আরও বলেন, আমরা এমন দেশে বাস করি, যেখানে ভৌগলিক স্বাধীনতা থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা নেই। মাস শেষে বেতন পেয়ে বাসায় ফিরতেও ছিনতাইয়ের ভয়ে থাকতে হয়। ব্যবসায় চাঁদা, চাকরিতে ঘুষ, হাসপাতালে ঘুষ—এসব বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আমরা রাজনীতি করছি।

জনসভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চট্টগ্রামকে সিঙ্গাপুর করতে হলে বন্দর উন্নয়ন করতে হবে। আমরা মনে করি, সরকার বন্দরের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা গরিব দেশের সঙ্গে নয়, উন্নত দেশের সঙ্গে চুক্তি করতে চাই।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস ৯ মাসে এমন কী করলেন, যে তার ওপর আস্থা রাখা যায় না? আমরা যদি উন্নত দেশের সঙ্গে ব্যবসা করি, তাতে সমস্যা কোথায়?

বন্দরের শ্রমিক সংগঠন নিয়ে তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর বেশিরভাগ এখন ব্যবসা করছে। এগুলো লুটেরাদের সাম্রাজ্য গড়ছে।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে মরিয়া, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নেয়। যদি তারাও দুর্নীতি, খুন-গুমের রাজনীতি করে, তাহলে ওয়াসিম-মুগ্ধ-আবু সাঈদরা আবারও রুখে দাঁড়াবে।

তিনি বলেন, এবি পার্টি তরুণদের নিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার কাজে নেমেছে—যেখানে মা-বোনেরা চিকিৎসা পাবেন, শিক্ষার্থীরা বিনা খরচে পড়তে পারবে, চাষিরা ফসলের ন্যায্য মূল্য পাবেন, মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারবে।

মিয়ানমারের মানবিক করিডোর নিয়ে তিনি বলেন, এই বিষয়ে শুধু আলোচনা হয়েছে, কার্যকর কিছু হয়নি। তাই মন্তব্যের আগে ভাবতে হবে। প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে এনেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে। আমরা সরকারের সব সিদ্ধান্তের বিরোধিতা করি না, আবার অন্ধ সমর্থনও দিই না।

উপদেষ্টা মাহফুজ প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা যেতে পারে, কিন্তু তাকে আঘাত করা ফৌজদারি অপরাধ।

জাহাজ ভাঙা শিল্প প্রসঙ্গে তিনি বলেন, এই শিল্প ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আগামী ১০ বছরে বিশ্বজুড়ে ১৫ হাজার জাহাজ ভাঙতে হবে। অথচ আমাদের দেশে পরিবেশের অজুহাতে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে। ২৪ সালের নির্বাচনে দিল্লির গোলামিকে কবর দেওয়া হয়েছে, এখন কোনো পেছনের দরজা দিয়ে তাদের ফিরিয়ে আনা যাবে না।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
সরকার গঠনে এগিয়ে পর্তুগালের ডানপন্থি জোট May 19, 2025
img
নুসরাত ফারিয়াকে গ্রেফতারের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 19, 2025
img
যুদ্ধবিরতির অনুরোধ করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়: আহমেদ শরিফ চৌধুরী May 19, 2025
img
মিশিগানে অনুষ্ঠিত এশিয়ান-আমেরিকান সাংস্কৃতিক উৎসব May 19, 2025
img
পিএসএল ও আইপিএলে প্রত্যাবর্তনের ম্যাচে আলো ছড়াতে পারেননি সাকিব-মুস্তাফিজ May 19, 2025
ছয় মাস পর মাঠে ফিরে ‘গোল্ডেন ডাক’ সাকিবের May 19, 2025
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি May 19, 2025
img
পিএসএলে ডাক পেলেন মিরাজ, অপেক্ষা বিসিবির ছাড়পত্রের May 19, 2025
img
কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া May 19, 2025
আদালতে নেওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে May 19, 2025
img
নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা : মোস্তফা সরয়ার ফারুকী May 19, 2025
img
আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধে ইসিকে লিগ্যাল নোটিশ May 19, 2025
img
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বাড়ছে সাইবার ঝুঁকি May 19, 2025
img
ব্লকেডে নগরভবন, বন্ধ রয়েছে সেবা কার্যক্রম May 19, 2025
img
পাকিস্তানের পতাকা কারা বিক্রি করছে? তথ্য সংগ্রহের নির্দেশ কলকাতা পুলিশের May 19, 2025
img
আজ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন May 19, 2025
img
সামনে এলো আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডের ৮ নাম May 19, 2025
৫ দিনের হজ্বে যা যা করা হয় | ইসলামিক জ্ঞান May 19, 2025
img
ফের বড় ব্যবধানে হারলো মেসির মায়ামি May 19, 2025
img
হজযাত্রীদের নতুন পরামর্শ দিলো সৌদি আরব May 19, 2025