ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা।
ঝালকাঠিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে এনসিপি ও নাগরিক অধিকারসহ বিভিন্ন রাজনৈতিকদল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড় এলাকায় ঝালকাঠি-খুলনা জাতীয় মহাসড়কে এ কর্মসূচি চলছে।
এদিকে এ মৃত্যুর খবরে পুরো জেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে। তার গ্রামের বাড়ি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির বাড়িতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামছে।