মানসিক অস্থিরতায় ছবির কাজ ছাড়লেন বাবিল খান

মে মাসের প্রথম সপ্তাহে সমাজমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিয়ো চমকে দিয়েছিল নেটাগরিকদের। কান্নায় ভেঙে পড়ে তরুণ অভিনেতা এমন কিছু কথা বলেছিলেন, যাতে হতবাক হয়ে গিয়েছিলেন বাবিল খান ও তাঁর বাবা ইরফান খানের অনুরাগীরা। বেশ খানিকটা ঝড়ো হাওয়া যেন বয়ে গিয়েছিল বলিউডের উপর দিয়েও। আসরে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাবিলের মা সুতপা শিকদার।

কিন্তু ঝড় থামেনি। শনিবার রাতে সমাজমাধ্যমে ফের একটি পোস্ট করেন বাবিল। তাতেই স্পষ্ট করে দেন আসন্ন ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। বাবিল যখন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করছিলেন, সে সময় তিনি ব্যস্ত ছিলেন দক্ষিণী পরিচালক সাই রাজেশের ছবির কাজে। কিন্তু মানসিক উদ্বেগের কারণে মাঝপথেই সে কাজ ফেলে তাঁকে ফিরে যেতে হয় মুম্বই। সুতপা এবং বাবিলের সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত খানিক বিশ্রামের প্রয়োজন অভিনেতার। এর পরই আসরে নামেন রাজেশ। দাবি করেন, বাবিল সহমর্মিতা কুড়োনোর চেষ্টা করছেন। তিনি আগে যথেষ্ট সাহায্য করেছেন বলেও দাবি করেন।

এর আগেও রাজেশের দু’টি কাজ করেছেন বাবিল। ভারত-আমেরিকা যৌথ ভাবে ‘যক্ষী’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ছিলেন ইরফান-পুত্র। ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ নামে একটি সিরিজ়েও কাজ করেন তিনি।

এ বার সেই সম্পর্ককে সম্মান জানিয়েই বাবিল লিখলেন, “খুবই বেদনার সঙ্গে জানাচ্ছি, অনুরাগ এবং পারস্পরিক সম্মান বজায় রেখে আমি এবং সাই রাজেশ স্যার এক যাদু নির্মাণের পথ হেঁটেছিলাম। দুর্ভাগ্যবশত কিছু অনিবার্য পরিস্থিতিতে সকলের পরিকল্পনা বাস্তবায়িত করা গেল না।” এর পর বাবিল নিজের পরিস্থিতির কথা উল্লেখ করতেও ভোলেননি, ঠিক যেমনটা বলেছিলেন সুতপা। অভিনেতা লিখেছেন, “আমার এই মুহূর্তে কিছুটা বিশ্রাম প্রয়োজন। তাই স্যাই রাজেশ এবং তাঁর দলকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার শুভেচ্ছা জানাই। আমি জানি আমাদের মধ্যে অসীম ভালবাসা রয়েছে, এবং আমাদের শীঘ্রই দেখা হবে, আবার তৈরি হবে কোনও যাদু।”

সাই এর আগে বাবিলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করেছিলেন, তিনি অভিনেতাকে নানা ভাবে সাহায্য করেছেন। কিন্তু বাবিল তা সমাজমাধ্যমে জানাতে ভুলে গিয়েছেন। এর পাল্টা হিসাবে বাবিলও বলেছিলেন, “আপনার ছবির জন্য জীবনের দু’টি বছর ত্যাগ করেছি। চরিত্র জীবন্ত করতে কী না করেছি! নোংরা হয়ে থেকেছি। আমার দাড়িতে উকুন। পাত্তা দিইনি। প্রত্যেক মুহূর্ত চরিত্র হয়ে বেঁচেছি। নিজের ভালমন্দের দিকে খেয়াল করিনি।” তাঁর আরও দাবি, “শুধু আপনাকে খুশি করতে চোখের জল লুকিয়ে হেসেছি। আপনার জন্য হাতের শিরা পর্যন্ত কেটেছি! আর আপনি...। আপনি আমার হৃদয় ভেঙে দিলেন।”

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১১ সরকারি প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন May 18, 2025
শাহরুখদের সাম্রাজ্যে ভাগ বসাবেন টম ক্রুজ ! আসছেন বলিউড মাতাতে May 18, 2025
হকারশূন্য সোহরাওয়ার্দী: উচ্ছেদের পর জীবিকার সংকটে শত পরিবার May 18, 2025
img
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন May 18, 2025
img
বিদায় বেলায় পর্তুগিজ কাপ জিততে চান দি মারিয়া May 18, 2025
ক্ষমতার অপব্যবহার? খালেদা জিয়াকে হয়রানির অভিযোগে মামলা May 18, 2025
img
আজীবন নিষেধাজ্ঞার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েছেন পাকেতা May 18, 2025
img
গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল May 18, 2025
অন্ধকারে হোয়াইট হাউসের ইস্ট উইং, কোথায় হারালেন ট্রাম্প পত্নী? May 18, 2025
img
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের May 18, 2025
img
বিকেএসপি পরিচালনা বোর্ডে নতুন মুখ May 18, 2025
img
নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবে না : গভর্নর May 18, 2025
img
বলিউড সিনেমা নিয়ে রাম গোপাল ভার্মার বিস্ফোরক মন্তব্য May 18, 2025
img
বাবা মায়ের সন্তানকে সুরক্ষিত সেক্স করার জন্য উৎসাহিত করা উচিত: কঙ্গনা May 18, 2025
img
দৃষ্টিহীন সেজে প্যারালিম্পিকে সোনা, ধরা পড়ে চরম বিপাকে May 18, 2025
img
গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিলের সময় আটক ১১ May 18, 2025
রাজনীতি থেকে বিদায়, মিডিয়াতেই থাকবেন হিরো আলম May 18, 2025
img
শাহরুখ মনের দিক থেকে খুবই মধ্যবিত্ত: অনুভব সিনহা May 18, 2025
img
ডিএসসিসির কার্যক্রমে ব্যাঘাত, ভোগান্তিতে নাগরিকরা May 18, 2025
img
দিল্লির একাদশে মুস্তাফিজ রহমান May 18, 2025