ভারতের সুস্বাদু আমের বিরাট চাহিদা পশ্চিম বিশ্বে। প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হয়ে থাকে আমেরিকায়। যদিও সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। বলা বাহুল্য, এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা। প্রশ্ন হল, আচমকা আম ফিরিয়ে দিল কেন মার্কিন প্রশাসন?
ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের।
সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে হবে তাঁদের। এই অবস্থায় আমগুলিকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হল কেন? ভুল কার?
ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দপ্তরে রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা।
তাদের বক্তব্য, হয় নতুন করে রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা এ যাত্রায় ওই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতি হল তাদের। ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবেন? এখনও উত্তর মেলেনি।
এমআর/টিএ