দীর্ঘ অনেক সময় ধরেই একমাত্র পুত্র নিবিড়ের চিকিৎসার জন্য কানাডায় অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এরমধ্যে এক কনসার্টে অংশ নিতে দেশটিতে পাড়ি জমান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
কানাডায় পা রেখেই তিনি কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কে দেখতে হাসপাতালে যান এই গায়িকা। এমনটা জানিয়েছেন গায়িকার সফরসঙ্গী আরেক সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তিনি লিখেন, আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী সাবিনা আপাকে সঙ্গে নিয়ে আর এক প্রিয় কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দাদা’র ছেলে আমাদের প্রিয় নিবিড়কে দেখতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, নিবিড় আগের থেকে এখন অনেক ভালো আছে। আমাকে আর সাবিনা আপাকে দেখে সে আপন মনেই হাসতে শুরু করলো। আবার তাকে দেখে যেই সময় আমরা চলে যাচ্ছিলাম সে কি যেন একটা বলতে চাইছিল।
এরপর তিনি আরো লিখেন, দেখলাম নিবিড় ইমোশনাল হয়ে একটু কান্নাও করলো! আমার অনেক কষ্ট হচ্ছিল। মনের কোণে অনেক স্মৃতি এলো। নিবিড়ের জন্মের পর যেই দিন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন দাদা-ভাবী সেদিনই আমি স্ত্রীসহ তাকে দেখতে যাই। এই সেই আমাদের প্রিয় নিবিড়, আহা।
প্রিয় বিশ্ব দা ও ভাবীর ধৈর্য দেখে আমি খুব বিস্মিত ও হতবাক হলাম। সঙ্গে সঙ্গে উনাদের জন্যও অনেক দোয়া করলাম।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে এতটা সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল এক বছর কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়।
উল্লেখ্য, গেল ১৭ মে কানাডার টরন্টোতে ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল কনসার্টে গান করেন সাবিনা ইয়াসমিন, এদিন তার সঙ্গে স্টেজ শেয়ার করেন জাহাঙ্গীর সাঈদও।
এসএন