একসময় বলিউডে রাজত্ব করেছিলেন গোবিন্দ। রোম্যান্টিক কমেডি ঘরনার ছবিতে একের পর এক হিট দিয়ে গিয়েছেন তিনি। তবে জানেন কি, নব্বইয়ের এই হিট নায়কের ঘর একসময় ভাঙতে ভাঙতে বেঁচেছিল।
গোবিন্দকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন স্ত্রী সুনীতা আহুজা।
ক্যারিয়ারের শীর্ষে তখন গোবিন্দা আর রানি মুখার্জি সবে পা রেখেছেন বলিউডে। বেশকিছু ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছেন গোবিন্দ-রানি। দু’জনের রসায়ন দর্শকের মনে স্থান করে নিয়েছে। তখনই নাকি গোবিন্দর নম্র স্বভাব দেখে তার প্রেমে পড়েন রানি। শোনা যায়, এক সাংবাদিক হোটেলের ঘরে দেখে ফেলেন গোবিন্দ আর রানিকে একসঙ্গে।
‘হদ করদি আপনে’র শুটিং-এর সময় আরও কাছাকাছি চলে আসেন গোবিন্দ আর রানি। তখন বিবাহিত হওয়া সত্ত্বেও রানিকে মন দিয়ে ফেলেন গোবিন্দ। দু’জনকে একসঙ্গে দেখা যেতে থাকে পার্টিতে। ‘পার্টনার’ অভিনেতা দামি দামি উপহার দিতে থাকেন অভিনেত্রীকে। এরপরই স্বামীকে ছেড়ে যাওয়ার হুমকি দেন সুনীতা। আর বিবাহিত জীবন বাঁচাতে রানির কাছ থেকে নিজেকে সরিয়ে নেন গোবিন্দ।
১৯৮৭ সালে বিয়ে হয় গোবিন্দা আর সুনীতার। বিয়ের দু’ বছরের মাথায় জন্ম মেয়ে টিনার। ছোট ছেলে যশবর্ধনের জন্ম ১৯৯৭ সালে। খুব জলদি বলিউডে পা রাখার কথা যশবর্ধনের। এদিকে রানি বিয়ে করেন ২০১৪ সালে।
২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার।
এসএম/টিএ