ফুলবাড়ী সীমান্তে ২৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

কাজের খোঁজে ভারতের দিল্লিতে গিয়ে ফেরার পথে বিএসএফের হাতে আটক হওয়া ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর সীমানা পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। পরে ফেরত আনা ২৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ সদস্য ও বিএসএফের ১০ সদস্য উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি ২৪ জন নারী- পুরুষ ও শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে ফেরত দেয়।

বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানতে পারেন। তখন অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য বিএসএফকে কঠোর বার্তা পাঠানো হয়।

বার্তায় বিএসএফকে আরও জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদেরেকে গ্রহণ করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশি নয় এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের মধ্যে পুরুষ ৮ জন, শিশু ৮ জন, মহিলা ৮ জনের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে দেয়। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভারত থেকে ফেরত আসা ২৪ জন হলেন= কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯) মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২), ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী- পুরুষ ও শিশুদেরকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার Aug 18, 2025
img
‘ক্যাপ্টেন কোটা’ ব্যবহার করে গিলকে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান Aug 18, 2025
img
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে আইআরআই Aug 18, 2025
img
ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া Aug 18, 2025
img
পর্তুগালে হতে পারে রোনালদো ও জর্জিনার বিয়ে Aug 18, 2025
যে পাপীদের প্রশংসা করা হয়েছে | ইসলামিক জ্ঞান Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি Aug 18, 2025
লোয়াড়দের লক্ষ্যবস্তু করে ৪০০ কোটি টাকার প্রস্তাব! Aug 18, 2025
যে কারনে শিবিরের প্যানেলে জুলাই কন্যা Aug 18, 2025
img
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব Aug 18, 2025
img
পরিচালনায় ফিরছেন করণ জোহর! Aug 18, 2025
img
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি Aug 18, 2025
img
বিশেষ ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড Aug 18, 2025
img
এবার উড্ডয়নের পরপরই বোয়িং বিমানের ইঞ্জিনে আগুন Aug 18, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদিকে পুতিনের ফোন! Aug 18, 2025
img
রায় শুনেই মাদক মামলার আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু Aug 18, 2025
img
অস্কার জয়ী ইন্যারিটুর প্রজেক্টে কেন কাজ করেননি ফাহাদ ফাসিল Aug 18, 2025
img
পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো Aug 18, 2025
img
জার্মানির বিরুদ্ধে এশিয়ায় অস্থিরতা ‘উসকানোর’ অভিযোগ চীনের Aug 18, 2025
img
নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন রবি তেজা Aug 18, 2025