দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জন আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের গোয়েন্দা শাখার এএসপি হৈমন্তী জানান, পুলিশ সুপার মারুফাত হোসেনের বিশেষ নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ১০৮ জনের মধ্যে সদর উপজেলার পৌর আওয়ামী লীগের সদস্য মুনতাসির মাহমুদ মিলন (৪৮), পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াাত হোসেন রাফি (৩৮), ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকি হাসান (২১), সহ-সভাপতি নজরুল ইসলাম (৫৩) ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজগার আলী (৩৮) ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. সাদিকুল ইসলাম, (৩৫) পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোকছেদুর রহমান শাহজাদা (৪৬), পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সহসভাপতি মো. আনোয়ার হোসেন (৫০), ৪ নং শেখপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি শাহিনুর ইসলাম (৪০), দিনাজপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য রিয়াজুল ইসলাম, বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান, সহ সম্পাদক জাকিরুল ইসলাম, ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৮নং ওয়ার্ড সেক্রেটারি দিলজার রহমান।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মন্ডল, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী। নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. কামরুজ্জামানসহ দিনাজপুর জেলার সকল উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। অন্যান্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
দিনাজপুরের গোয়েন্দা শাখার এএসপি হৈমন্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
এসএম/টিএ