সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা দৃশ্য ও ছবি প্রকাশ এবং এসব কনটেন্টের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে আইনি নোটিশ দেয়া হয়েছে টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লা আখতারকে। লায়লা ও মামুনকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.সিরাজুল ইসলাম।
আইনজীবী মো. সিরাজুল ইসলামের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তিনি নোটিশ পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, মূলত টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে লায়লা-মামুনের প্রকাশ করা ভিডিও কনটেন্টগুলো অশ্লীল ও অনৈতিক।সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।
তবে আইনি নোটিশ পাঠানো সেই আইনজীবীকে ধন্যবাদ জানিয়েছেন লায়লা। তিনি বলেন, ‘আপনারা যদি আমার পেজ, আইডি বা ইউটিউব চ্যানেলে যান, আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি বা একটা চিৎকার করে বা রুড ভাষায় কথা বলেছি। কিন্তু অনেকেই আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন কিংবা অশালীনভাবে ভিডিও ধারণ করে সেটা সম্প্রচার করলেন, তো সেটার বিরুদ্ধে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, এজন্য সাধুবাদ জানাই।এবং আমি বলছি যে এটা খুব ভালো একটা পদক্ষেপ।’
এমআর/টিএ