গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরলেও কোথাও কোথাও গরমের দাপটে অস্বস্তিতে জনজীবন। বিশেষ করে রাতে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ সময় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১৪০ মিলিমিটার।
আরএম/এসএন