‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ অবস্থায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (২৬ মে) দুপুর ২টায় সচিবালয়ে কর্মচারীদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান কর্মচারীরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। ১৯৭৯ সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটিই করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন।
আরএ/এসএন