রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন অধ্যায় শুরু করলেন জাবি আলোনসো। খেলোয়াড়ি জীবনে ক্লাবটির হয়ে জিতেছিলেন বহু ট্রফি, এবার ফিরলেন কোচ হিসেবে।
সদ্যই বায়ার লেভারকুসেনকে জার্মান চ্যাম্পিয়ন বানানো এই স্প্যানিয়ার্ড, এবার দায়িত্ব নিলেন তাঁর প্রিয় ক্লাব রিয়ালের। কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে স্পেনের রাজধানীতে ফিরেই আবেগঘন বার্তা দিলেন আলোনসো।
প্রথম সংবাদ সম্মেলনে সাবেক এই মিডফিল্ডার বলেন, 'আজকের দিনটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বহু বছর রিয়ালের বাইরে থাকলেও এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক কখনো শেষ হয়নি। রিয়াল মাদ্রিদ আমার প্রথম ঘর। এখানে ফিরে আসতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।'
তিনি যোগ করেন, 'আমি এমন একজন কিংবদন্তির জায়গা নিতে যাচ্ছি যিনি আমার কোচ ছিলেন, আমার ওপর গভীর প্রভাব ফেলেছেন। আনচেলত্তির কাছ থেকে দায়িত্ব পাওয়া এক বিশাল সম্মান। জানি, প্রত্যাশা অনেক, তবে আমি প্রস্তুত।'
কোচ হিসেবে স্বল্প সময়েই আলোনসোর উত্থান ঈর্ষণীয়। লেভারকুসেনের ইতিহাসে প্রথম বুন্ডেসলিগা শিরোপা এনে দেন, সঙ্গে আরও দুটি ঘরোয়া ট্রফি। তার সেই সাফল্যই তাকে এনে দিয়েছে রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবের দায়িত্ব।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদ, লা লিগাতেও পিছিয়ে পড়ে বার্সেলোনার কাছে শিরোপা হারায়। হতাশার সেই অধ্যায়ের পরে আলোনসোর আগমন সমর্থকদের মাঝে নতুন আশা জাগাচ্ছে।
আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, 'আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। আমি অনেক ভরসা আর শক্তি নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য একটাই, রিয়াল মাদ্রিদের মর্যাদার সঙ্গে মানানসই সাফল্য অর্জন করা।'
সংবাদ সম্মেলনের শেষ দিকে আলোনসো বলেন, 'আমি চাই, মানুষ আমাদের খেলা দেখে বলুক- এই দলটাই তাদের প্রিয়। মাঠে মানুষ যেন আসে আনন্দ পেতে। আমরা যদি এই অনুভূতি সৃষ্টি করতে পারি, তাহলে আমরা হয়ে উঠব এক অপ্রতিরোধ্য শক্তি।'
এমআর/টিএ