বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর এবার ইন্টার মায়ামিতেও জুটি বেঁধেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার এই দুই লাতিন তারকা মিলে গড়েছেন নতুন এক ফুটবল ক্লাব—ডিপার্টিভো এলএসএম। ক্লাবটি উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগ থেকে যাত্রা শুরু করবে।
আজ মঙ্গলবার (২৭ মে) এক ভিডিও বার্তায় ক্লাবটির ঘোষণা দেন তারা। ক্লাবের নাম রাখা হয়েছে মেসি ও সুয়ারেজের নামের আদ্যক্ষর দিয়ে। ভিডিওতে সুয়ারেজ বলেন, ‘আজ আমি উরুগুইয়ান ফুটবলকে একটি প্রস্তাব দিতে যাচ্ছি, যে জায়গাকে আমি ভালোবাসি এবং যেখানে আমি বড় হয়েছি। আমরা এইউএফ প্রতিযোগিতায় অংশ নিতে চাই।’
এতেই বোঝা যায়, এমএলএস মাতিয়ে এবার ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন এই দুই তারকা।
এরপরই সাবেক উরুগুইয়ান তারকা এই কাজে জড়িত আরেকজনকে পরিচয় করিয়ে দেন, তিনি আর কেউ নন, পাশে বসে থাকা আর্জেন্টাইন মহাতারকা মেসি। সুয়ারেজ বলেন, ‘কিশোর বয়স থেকেই আমরা একসঙ্গে ব্যাপক অভিজ্ঞতা নিয়েছি, যেখানে অনেক বিষয়ের মিল আছে। শীর্ষ ফুটবলেও আমাদের নানা অভিজ্ঞতা হয়েছে এবং সে কারণেই আমি আমার বন্ধু ও সতীর্থকে পরিচয় করিয়ে দিতে চাই। এই প্রজেক্ট ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের উপযুক্ত মাধ্যম। যে দৃষ্টিভঙ্গি আমরা শুরু থেকেই লালন করে আসছি।’
এরপর নিজেদের ফুটবল ক্লাবের যাত্রা শুরু করা নিয়ে মেসি বলেন, ‘এই প্রজেক্ট নিয়ে আমি, আমার পরিবার ও সংশ্লিষ্টরা অনেক আত্মবিশ্বাসী এবং বিষয়টি আমাদের রোমাঞ্চিত করছে। এই স্বপ্ন এখানেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে তা পরিবার, বন্ধু ও কাছের স্বজনদের মাঝেও ছড়িয়ে দেবো।’
মেসি-সুয়ারেজের সেই ঘোষণার ভিডিও প্রকাশের পর ইনস্টাগ্রামে ক্লাবের নামে নতুন অ্যাকাউন্ট খোলার পর ইতোমধ্যে বেশ সাড়া মিলেছে। ৪ ঘণ্টায় (প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত) অ্যাকাউন্টের অনুসারী দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি।
জানা গেছে, লুইস সুয়ারেজ কমপ্লেক্সে অনুশীলনের জন্য ব্যবহার করবে ডিপার্টিভো এলএসএম ক্লাব। যেটি ২০ একর জায়গাজুড়ে অবস্থিত, রয়েছে টার্ফ স্টেডিয়াম। যেখানে আপাতত দর্শক ধারণক্ষমতা ১৪০০। এ ছাড়া সেভেন-এ-সাইড পিচ ও ৬২০ ভক্তের জন্য রয়েছে আলাদা কক্ষ।
আরএ