ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও, কাজের শর্ত ও পারিশ্রমিক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বড় অঙ্কের পারিশ্রমিক দাবি এবং দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত তোলায় সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা — এমনটাই দাবি করছেন ছবির নির্মাতারা।
চলচ্চিত্রের পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা বিষয়টি নিয়ে এক এক্স পোস্টে নাম না করেই দীপিকার পেশাদারিত্ব ও নারীবাদ নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “যখন আমি কাউকে গল্প বলি, তখন বিশ্বাস করি সে বিষয়টি গোপন রাখবে। কিন্তু আপনি যা করলেন, তাতে প্রমাণ হলো, আপনি কেমন মানুষ। এটাই কি আপনার নারীবাদের প্রতীক?”
বঙ্গার এমন মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলিউডে। যদিও দীপিকা সরাসরি কিছু বলেননি, তবে সম্প্রতি সুইডেনের এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক মন্তব্য দেন, যা অনেকেই বঙ্গার উদ্দেশে পরোক্ষ জবাব বলেই ধরে নিচ্ছেন।
দীপিকা বলেন, “যখনই আমি কোনও কঠিন পরিস্থিতির মুখে পড়ি, তখন নিজের অন্তরের কথা শুনেই সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারলেই আমি সবচেয়ে বেশি শান্তি পাই।”
এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অনেকে মনে করছেন, সন্দীপ রেড্ডি বঙ্গার ‘নারীবাদ’ মন্তব্যকে কড়া ভাষায় কৌশলী উত্তর দিয়েছেন দীপিকা।
প্রসঙ্গত, ‘কবীর সিং’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করে বক্স অফিসে সফল হলেও বারবার নারীবিদ্বেষের অভিযোগের মুখে পড়েছেন পরিচালক সন্দীপ। তার ছবিগুলিতে নারীর ভূমিকা দুর্বল এবং একপাক্ষিক বলে সমালোচকরা অভিযোগ তুলেছেন।
এদিকে দীপিকার ঘনিষ্ঠ সূত্র বলছে, পেশাগত সিদ্ধান্ত নিতেই ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। সময়, শ্রম ও পারিশ্রমিকের শর্ত আদায়ের মধ্যেই কোনো অন্যায় নেই বলেই মনে করছেন অনেকে। তবে, পরিচালক-অভিনেত্রীর এই টানাপড়েন ঘিরে বলিউডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এসএম/টিএ