তিনি বলিউড বাদশাহ। তাকে একনজর দেখার নেশায় বুঁদ হয়ে থাকে গোটা পৃথিবী। শুধু ভক্ত অনুরাগীই নন, বিশ্ব অঙ্গনের তারকারাও শাহরুখ খান নামক মানুষটার প্রতি ভালোবাসায় বুঁদ হয়ে থাকেন। তার সঙ্গে কাজ করার নেশায় মত্ত বিনোদন অঙ্গনের প্রতিটি অভিনয়শিল্পী।
কিং খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছিলেন, এমন উদাহরণ কমই আছে বলিউডে। তবে মজার ব্যাপার হচ্ছে, এমন একজন আছেন যিনি একবার-দুইবার নয়, চারবার শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ হারিয়েছিলেন!
বলছিলাম নব্বইয়ের দশকের আরেক হিট অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কথা। শাহরুখ যখন জনপ্রিয়তার তুঙ্গে, রাভিনাও তখন সোনালি সময় পার করেছেন। তবে দুজনে একই সময়ের দুই জনপ্রিয় তারকা হলেও তেমন কোনো আইকনিক সিনেমায় জুটি হননি তারা।
কাজ করেছেন একসঙ্গে, তবে সেভাবে মনে রাখার মতো কোনো চলচ্চিত্র নেই দুজনের। থাকবেই বা কী করে! চার চারটি সিনেমায় কাজ করার সুযোগ মিস করেছেন রাভিনা!
এক সাক্ষাৎকারে কিং খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে আলোচনা করেন অভিনেত্রী। সেখানে রাভিনা জানান, মতের অমিল অথবা অপছন্দ হওয়ার জন্য নয়। পেশাগত নানা রকম কারণে শাহরুখের সঙ্গে চারটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া করতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী।
রাভিনা বলেন, প্রথম যে সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তাঁর অভিনয়ের কথা ছিল সেটির পরিচালক হঠাৎ মারা যান। সেই কারণে সিনেমার কাজও সেখানে থেমে যায়। পরবর্তীকালে আবার শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সে সুযোগও হারান রাভিনা। সেই সিনেমায় রাভিনাকে যে ধরনের পোশাক পরতে বলা হয়েছে তা পছন্দ হয়নি তাঁর।
সেই কারণে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আরো দুটি সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রাভিনা। কিন্তু সে সুযোগও হাতছাড়া করেছিলেন অভিনেত্রী। যদিও সেই দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রাভিনা।
তবে শাহরুখের প্রশংসা করে অভিনেত্রী বলেন, “শাহরুখ খুব যত্নবান এবং হৃদয়বান ব্যক্তি। তার সঙ্গে ‘জামানা দিওয়ানা’তে অভিনয় করেছিলাম। কিন্তু সেটি অনেক দেরি করে মুক্তি পায়। এমনকি ‘ডর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমায় প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি নিজে থেকেই পিছিয়ে আসি।”
নব্বইয়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাভিনা দীর্ঘ সময় অভিনয় থেকে দুরেই ছিলেন। তবে গত বছর দক্ষিণী চলচ্চিত্র ‘কেজিএফ ২’ দিয়ে ফের পর্দায় ফিরেছেন অভিনেত্রী। এর আগে নেটফ্লিক্সের সিরিজ ‘আরণ্যক’ দিয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন রাভিনা। সামনে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম ৩’ সিনেমায় দেখা যাবে রাভিনাকে। এছাড়া দক্ষিণের কিছু প্রজেক্টও হাতে রয়েছে অভিনেত্রীর। রাভিনার মেয়ে রাশাও বলিউডে পা রেখেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আজাদ’ সিনেমায় দেখা গেছে তাকে।
এসএন