সেবা কার্যক্রম বন্ধ করে ‌‘ইশরাক ইশরাক’ স্লোগানে নগর ভবনে আন্দোলন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মচারীরা টানা অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। আজও বৃষ্টি সত্ত্বেও ইশরাকের সমর্থকরা নগর ভবনে জমায়েত হয়েছেন। তারা মূল ফটক অবরোধের পাশাপাশি ডিএসসিসির বিভিন্ন দফতরের গেটে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। ফলে আজও সেবা প্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ মে) গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা।

এদিকে তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই,’ ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ এমন স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের স্লোগানে উত্তাল পুরো নগরভবন।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আব্দুর রাজ্জাক বলেন, কি কারণে মেয়র হিসেবে ইশরাক ভাইয়ের শপথ পড়ানো আটকে আছে আমাদের জানা নেই। জনগণের মেয়র ইশরাক, প্রতিটি নগরবাসী ইশরাক ভাইকে মেয়র হিসেবে চায়। কিন্তু তারপরও তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিচ্ছে না। আমরাও টানা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরভবনের সব সেবা কার্যক্রম বন্ধ করে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনে অংশ নেওয়া আরেক কর্মচারী সাজেদুর রহমান বলেন, আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। ঢাকার প্রতিটি নাগরিকের মত সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায়। তারা সবার মেয়র হিসেবে ইশরাকের প্রতি পূর্ণ সমর্থন এবং তার প্রতি আস্থা রয়েছে। যে কারণে সব কাজ বাদ দিয়ে আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এরপর এ রিট মামলার ওপর গত মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেয় হাইকোর্টের বেঞ্চ। ওইদিন বিকালে শপথ পড়ানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির প্রার্থী শ্যামলের খেলাপি ঋণ ১৪০৭ কোটি টাকা: টিএইবি Feb 01, 2026
img
দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি Feb 01, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদে জামায়াতের বিবৃতি Feb 01, 2026
img

ওসমান হাদি হত্যা মামলা

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি Feb 01, 2026
img
কঠোর বন্দর কর্তৃপক্ষ: শ্রমিকদের শাটডাউন ও পুলিশের নিষেধাজ্ঞা Feb 01, 2026
img
নির্বাচনে ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে : অপর্ণা রায় Feb 01, 2026
img
হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় চোরাগোপ্তা হামলা Feb 01, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, পরে উদ্ধার Feb 01, 2026
img
পুরানা পল্টনে ভয়াবহ আগুনে পুড়ল ৩টি দোকান Feb 01, 2026
img
জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: মুজিবুর রহমান Feb 01, 2026
img
মার্কায় চড়ে পাস হয়ে যাবে, ওইদিন আর নাই: ব্যারিস্টার রুমিন Feb 01, 2026
img
পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক Feb 01, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে মা-বোনেরা ঐক্যবদ্ধ, ১২ তারিখ ফল দেখতে পাবেন: জামায়াত আমির Feb 01, 2026
img
নির্বাচনি প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা Feb 01, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বিশ্বে নজির স্থাপন করবে বাংলাদেশ: জামায়াত আমির Feb 01, 2026
img
আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে: কুষ্টিয়ায় মন্দিরে মুফতি আমির হামজা Feb 01, 2026
img
শুধু নিজের নয় সাধারণ মানুষের ভোটাধিকারও নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
লক্ষ্মীপুরে বিএনপিতে যোগ দিলেন জেএসডির ৬৩ নেতাকর্মী Feb 01, 2026
img
ফরিদপুরে ১৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত ৫০ Feb 01, 2026
img
২ প্রেমিকা নিয়ে নাজেহাল চাহাল! নিজেই বলছেন, ‘কিস কিসকো পেয়ার করু!’ Feb 01, 2026