ছাত্রদলের কর্মসূচিতে অনুপস্থিত থাকায় দুই ছাত্রীকে রুম ছাড়ার নির্দেশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের কর্মসূচিতে না যাওয়ায় দুই ছাত্রীকে হলের রুম ছাড়ার নির্দেশ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রদল নেত্রী তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

এ সংক্রান্ত মেসেজের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ১৬-১৭ সেশনের রূপা রহমান ও ২২-২৩ সেশনের উম্মে সুমাইয়া সুপ্তি।

রূপা রহমান জানান, ‘গত ১ মে থেকে আমাকে ও আমার রুমমেট উম্মে সুমাইয়া সুপ্তিকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছেন তাহসিন আক্তার মুন। তিনি আমাদের বলেন, ‘ক্লাস করা লাগবে না, প্রোগ্রামে চল। স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিবেন।’

তিনি আরো বলেন, ‘তিনি বিভিন্ন সময়ে বলতেন, আমাদের রুম অন্যদের নামে বরাদ্দ হয়ে গেছে।

এমনকি ১৫ তারিখের আগেই রুম ছেড়ে গণরুম বা অন্য কোথাও উঠতে বলেন। তার কথায় সাড়া না দেওয়ায় তিনি আমাদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।’

একই রুমের অন্য ভুক্তভোগী উম্মে সুমাইয়া সুপ্তি অভিযোগ করেন, ‘তাহসিন আক্তার মুন দীর্ঘদিন ধরে ছাত্রদলের প্রোগ্রামে যেতে আমাদের চাপ দিয়ে আসছেন। পরীক্ষার আগের দিনও তিনি আমাদের প্রোগ্রামে ডাকতেন।

আমি না গেলে আমাকে বেয়াদব আখ্যা দেন এবং সিনিয়রদের মাধ্যমে আমাকে প্রোগ্রামে যেতে চাপ প্রয়োগ করেন।’

তিনি বলেন, ‘মনে হচ্ছে ছাত্রলীগের আগের যুগ ফিরে এসেছে। ছাত্রলীগও একইভাবে প্রোগ্রামে ডাকত। তারা ক্ষমতায় আসার আগেই যা করছে, ক্ষমতায় আসলে যে কি করবে! তাই প্রশাসনের কাছে আবেদন প্রোগ্রামে যাওয়া নিয়ে এ ধরনের প্রেশার এখনই যেন বন্ধ হয়।’

এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেগম সৈয়দুন্নেছা হলের প্রভোস্ট বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

তবে লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ছাত্রদল নেত্রী তাহসিন আক্তার মুন অভিযোগ স্বীকার করে বলেন, ৩১৪ নং রুমের রুপা এবং সুপ্তিকে অন্য রুমে চলে যেতে বলেছি। ওই রুমে ৪ দুইজন ১৭ ব্যাচের, তারা ছাত্রলীগের পোস্টেড ছিল। প্রভোস্ট ম্যাডাম এই রুমগুলো ফ্যাকাল্টির টপ স্টুডেন্টদের দেওয়ার কথা বলেছিলেন। আমি ভুল করেছি — ম্যাডামের অনুমতি ছাড়া রুম ছাড়ার কথা বলা ঠিক হয়নি, এজন্য আমি দুঃখিত।

শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগির কবির জানান, ‘কাউকে জোর করে প্রোগ্রামে নেওয়া কিংবা ছাত্রলীগ কর্মীদের প্রশ্রয় দেওয়ার কোনো নীতিমালা ছাত্রদলের নেই। এটা যদি কেউ বলে থাকে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মত। ছাত্রদল কখনোই কাউকে জোর করে প্রোগ্রামে নেয় না।’

তিনি আরো জানান, ছাত্রলীগের কেউ হলে থাকলে তাকে নিজ দায়িত্বে বের করে দেওয়া হবে এবং কেউ নৈরাজ্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জে আ. লীগ নেতা গাব্রিয়েল গ্রেফতার Aug 07, 2025
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ Aug 07, 2025
img
বিশ্ব দেখেছে, ইরানকে পরাজিত করা অসম্ভব : মুসাভি Aug 07, 2025
ঘরে বসে সহজেই কুরআন শিখুন Aug 07, 2025
এশিয়া কাপের আগে ফিটনেস ক্যাম্পে মুশফিক-মাহমুদউল্লাহ! Aug 07, 2025
‘ভরসা করেছিলাম, কিন্তু সবই ভেঙে গেল’ প্রাক্তন প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভশ্রীর Aug 07, 2025
img
কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ Aug 07, 2025
গণ-অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন বলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন মাহফুজ’ Aug 07, 2025
মাইলস্টোনে দুর্ঘটনায় শহীদ পরিবারের পাশে বিএনপি Aug 07, 2025
img
আমন্ত্রণ পেয়ে আমরা কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম: আদালতে মেজর সাদিকের স্ত্রী Aug 07, 2025
জবাবদিহিতা থাকলে মাইলস্টোনের বিয়োগান্ত ঘটনা হতো না: রিজভী Aug 07, 2025
img
বিজিবির হাতে ভারতীয় এক নাগরিক আটক Aug 07, 2025
সোনালি আঁশে কালো মেঘ: বিপাকে পাট চাষি Aug 07, 2025
img
পাকিস্তানের হাতে নতুন জে-৩৫, উদ্বেগ বাড়ছে ভারতের Aug 07, 2025
img
দীপু মনির অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন, আদালতে দাঁড়িয়ে ভিসি ড. কলিমুল্লাহ Aug 07, 2025
img
জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: ছাত্রশিবির Aug 07, 2025
img
দ্বিতীয় সপ্তাহেই ৮০ কোটির দোরগোড়ায় নরসিমহা Aug 07, 2025
img
‘আওয়ামী লীগের লোক’ ঢোকায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয় Aug 07, 2025
img
মা হারালেন ব্র্যাড পিট Aug 07, 2025
img
ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে ভারতে সফরে আসছেন পুতিন Aug 07, 2025