ইলেক্ট্রনিক্স পণ্যে ভ্যাটের প্রস্তাব, বাড়তে পারে গৃহস্থালি পণ্যের দাম

ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকারসহ বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্যে ‘অতিরিক্ত সুরক্ষা’ সুবিধা কমিয়ে আনছে সরকার। আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসব পণ্যে ধাপে ধাপে ভ্যাট আরোপের প্রস্তাব থাকছে। ফলে এসব পণ্যের উৎপাদন খরচ বাড়বে, আর সেটার প্রভাব পড়বে বাজারমূল্যে। দাম বাড়লে অনেক নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তার পক্ষে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য কেনা কঠিন হয়ে উঠতে পারে।

সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।
আওয়ামী লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে : অর্থ উপদেষ্টা

তিনি জানান,আগামী পাঁচ বছরে তিন ধাপে ভ্যাট আরোপের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫-২৬ অর্থবছর থেকে ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি, আয়রনসহ অন্যান্য ছোট ইলেকট্রনিক্স পণ্যের স্থানীয় উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসবে। ২০২৭ সাল থেকে তা হবে সাড়ে ৭ শতাংশ এবং ২০৩০ সাল থেকে তা বেড়ে হবে ১০ শতাংশ। তবে স্বস্তির দিক হচ্ছে— এসব পণ্যের উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম করসহ ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি বহাল থাকবে।

এদিকে, ফ্রিজ, ফ্রিজার, এসি ও কম্প্রেসরের উৎপাদন পর্যায়ে এতদিন যে-সব প্রতিষ্ঠান ভ্যাট অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল, সেই সুযোগও বন্ধ হতে যাচ্ছে। ২০১৯ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী এসব পণ্যের উৎপাদনে ব্যাপক ছাড় ছিল। এবার বাজেটে সে সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ফলে এসব পণ্যের উৎপাদনেও খরচ বাড়বে এবং সেটির পরিণতিতে বাজারে দামও বাড়ার শঙ্কা রয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ফ্রিজ, এসি ও কম্প্রেসরের উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানির ওপরেও এবার থেকে ভ্যাট (আগাম করসহ) দিতে হবে। তবে বিদ্যমান বিনিয়োগ সুরক্ষায় ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কিছু ক্ষেত্রে সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হবে। মোবাইল ফোন খাতেও আসছে নতুন চাপ। দেশে উৎপাদিত ও সংযোজিত মোবাইল ফোনে বর্তমানে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি থাকলেও নতুন বাজেটে তা বাড়িয়ে ২ থেকে ২.৫ শতাংশ করা হতে পারে। এতে দেশীয় উৎপাদনের মোবাইল ফোনের দাম কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া, স্থানীয়ভাবে উৎপাদিত আয়রন বা স্টিলের এলপিজি সিলিন্ডারে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব থাকছে। এটি কার্যকর হতে পারে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

স্থানীয়ভাবে লিফট উৎপাদনেও আসছে নতুন ভ্যাট কাঠামো। আগামী অর্থবছর থেকে লিফট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসবে, যা পরবর্তী সময়ে ২০২৯ সালের জুন পর্যন্ত ধাপে ধাপে সাড়ে ৭ শতাংশ এবং ১০ শতাংশে উন্নীত হবে। তবে ২০৩০ সালের জুন পর্যন্ত লিফটের যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে আগাম করসহ ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি থাকবে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটের মোট আয়ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। বাজেট উপস্থাপন করা হলেও সংসদ না থাকার কারণে কোনো সংসদীয় আলোচনা বা বিতর্ক হবে না। তবে অর্থ মন্ত্রণালয় বাজেট বিষয়ে সাধারণ জনগণের মতামত নেবে এবং সেগুলো বিবেচনায় রেখে বাজেট চূড়ান্ত করা হবে।

চূড়ান্তকরণের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভার সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অনুমোদন মিললে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে ১ জুলাই থেকে বাজেট কার্যকর করবেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কী করে হলেন দেবের নায়িকা? Dec 20, 2025
img
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, হাসিনার ভয় এখনও সবার ভেতরে : নিপুণ Dec 20, 2025
img
বাংলাদেশের গানে বিশেষ আকর্ষণ ৮ জাপানি মডেল Dec 20, 2025
img
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক Dec 20, 2025
img
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে Dec 20, 2025
img
শাহরুখ খানের মান্নাতে ঢোকার আগে কেমন পোশাক পরতে হবে জানালেন করণ জোহর Dec 20, 2025
img
ময়মনসিংহে যুবককে হত্যার ঘটনায় আটক ৭ Dec 20, 2025
img
আফসানা মিমির অভিনয় থেকে নির্মাতা হওয়ার যাত্রা Dec 20, 2025
img
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা Dec 20, 2025
img
একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে Dec 20, 2025
img
ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’ Dec 20, 2025
img
হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশের কঠোর নিরাপত্তা Dec 20, 2025
img
গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে ম্যানসিটি Dec 20, 2025
img
মাধুরীর 'তেজাব' সিনামা মুক্তির সময় ঘটে যাওয়া একটি ভীতিকর ঘটনা! Dec 20, 2025
img
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’ Dec 20, 2025
img
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর তাগিদ গণশিক্ষা উপদেষ্টার Dec 20, 2025
img
বিদেশে গানের শুটিংয়ের কারণ জানালেন ঐন্দ্রিলা Dec 20, 2025
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের Dec 20, 2025
আপত্তিকর অঙ্গভঙ্গির জেরে কেড়ে নেওয়া হলো ফিনিশ সুন্দরীর মুকুট Dec 20, 2025
img

মার্কিন গোয়েন্দা তথ্য

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করার পরিকল্পনা পুতিনের Dec 20, 2025