"পদ্মা সেতুর রক্ষা বাঁধে ধস, দ্রুত পরিদর্শনে গেলেন দুই উপদেষ্টা"

পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে পদ্মা নদীতে। এতে শরীয়তপুরের জাজিরা উপজেলার তিনটি গ্রামের অন্তত ৬০০ পরিবার নদীভাঙনের হুমকিতে পড়েছে। ইতোমধ্যে আতঙ্কে ১৩টি বসতঘর ও দুটি দোকান অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয়রা।

বুধবার (১১ জুন) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির।

ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও উপদেষ্টা ফাওজুল কবির। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, ‘আমরাও চাই এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হোক। পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে কাজ করছে। মানুষের ভিটামাটি নদীতে চলে যাওয়া খুবই দুঃখজনক।

এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত হাইড্রোলজিক্যাল স্টাডি ও ওয়াটার মডেলিং করে পরিকল্পনা নেওয়া হবে।’

উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘নদীশাসন অত্যন্ত জটিল কাজ। গত ১০ বছরে পদ্মার পানি ও স্রোতের গতি-প্রবাহ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু বালু ফেলে সমস্যার সমাধান হবে না।

মূলত নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনই ভাঙনের বড় কারণ। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে শুধু শ্রমিক নয়, মূল ড্রেজারগুলো আটকাতে হবে এবং বালুখেকোদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জনস্বার্থবিরোধীভাবে কেউ যদি ড্রেজিংয়ের অনুমোদন দিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ইস্যুকে নিয়মিত ফলোআপে রাখব এবং জনমত গড়ে তুলে অবৈধ বালু তোলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর পূর্ব দিকে, সেতুর ভাটির দিকে প্রায় ২ কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পরবর্তীতে সেটির সঙ্গে যুক্ত করা হয় নদীশাসনের বাঁধ।

গত বছর নভেম্বর মাসে প্রথম ধসে পড়ে নাওডোবার জিরো পয়েন্ট এলাকায়। চলতি বছরের ৮ জুন সকালে বাঁধের আরও প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। বাঁধ ভাঙনে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি এবং ওছিম উদ্দিন মুন্সি কান্দি গ্রাম। ইতোমধ্যে আলম খার কান্দি গ্রামের অন্তত ১৫ জন তাদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন।

স্থানীয় মুদিদোকানি মাসুদ তালুকদার বলেন, ভাঙন শুরু হওয়ায় আমার দোকান সরিয়ে নিতে হয়েছে। এখন বসতবাড়িটিও নদীর ধারে। প্রতিদিন আতঙ্কে থাকি না জানি কখন সব কিছু হারিয়ে ফেলি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বাংলাদেশের এক গণমাধ্যমকে বলেন, রক্ষা বাঁধের কিছু অংশে সংস্কার চলছিল। নদীতে পানি ও স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের মানুষ দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেতে চায়: কর্নেল অলি Jan 15, 2026
img
বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান Jan 15, 2026
img
ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহানা Jan 15, 2026
img
তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর Jan 15, 2026
img
পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত : ইসি Jan 15, 2026
img
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ Jan 15, 2026
img
২ বছরের মধ্যে আমানতের টাকা ফিরে পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা: গভর্নর Jan 15, 2026
img
গ্রিনল্যান্ডে পৌঁছেছে ১৫ সদস্যের ফরাসি সামরিক দল Jan 15, 2026
img
খাগড়াছড়ি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সমীরণ দেওয়ান Jan 15, 2026
img
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা Jan 15, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি Jan 15, 2026
img
১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু Jan 15, 2026
img
বিপিএল ম্যাচের কারণে মেট্রোরেলের বাড়তি ট্রিপও বাতিল Jan 15, 2026
img
‘ইরানে আঘাত হানতে প্রস্তুত নয়’ মার্কিন সেনাবাহিনী! Jan 15, 2026
img
খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন: আমীর খসরু Jan 15, 2026
img
এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ Jan 15, 2026
img
চাঁদপুরে ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Jan 15, 2026
img
বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার ত্যাগ অনস্বীকার্য: ইশরাক Jan 15, 2026
img
মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার Jan 15, 2026
img
আপিলে বৈধতা পেলেন আরও ৬০ প্রার্থী Jan 15, 2026