ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন ইরানিদের জাতীয় গর্ব ও সম্মানের প্রতীক। সম্প্রতি সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় মর্যাদার অংশে পরিণত হয়েছে। আমরা আমাদের সমৃদ্ধকরণের অধিকার ছেড়ে দেব না। ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে আমরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, তেমনই এই অধিকারেও আমরা অটল থাকব।’
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চাইলেও, বিজ্ঞান ও প্রযুক্তিকে বোমা মেরে শেষ করা যায় না। আমাদের ইচ্ছা থাকলে, আমরা খুব দ্রুতই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারব এবং আবার অগ্রগতি অর্জন করতে পারব।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা আবার শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘কূটনীতির দরজা কখনোই পুরোপুরি বন্ধ হয় না। তবে আমি মনে করি না খুব শিগগিরই আলোচনা শুরু হবে।’
তিনি বলেন, ‘নতুন আলোচনায় যেতে হলে আমাদের নিশ্চিত হতে হবে, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র আবার কোনো সামরিক হামলা চালাবে না। আমাদের এখনো আরও সময় দরকার।’
ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে আমরা দেখিয়েছি, আমরা আত্মরক্ষার সক্ষমতা রাখি। ভবিষ্যতেও কেউ হামলা চালালে আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব।’
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনাসহ বিজ্ঞানী ও সেনা স্থাপনাগুলো। এতে বহু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিহত হন। ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতানজ ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, যা এ সংঘাতকে আরও বিস্তৃত করে তোলে।
আরআর/এসএন