কক্সবাজারের সাগরপাড়ের ভাইরাল কন্যা কাজলকে এখন সবাই চেনে। সৈকতে বেড়াতে আসা পর্যটকেরা কাজলকে ছবি তুলে দিতে বলতেন। কাজলের ছবি তোলার ধরন পর্যটকদের ক্রমেই আকৃষ্ট করে তোলে। এভাবেই কিশোরই কাজলের পরিচিতি।
ছবি তুলে ও পর্যটকদের ভিডিও করে দিয়েই ভাইরাল হয়েছিলেন কাজল, সেই কাজলকে এখন তারকারাও চেনে।
কক্সবাজারে ঘুরতে যাওয়া অনেক অভিনয়শিল্পীর সঙ্গেই কাজলকে দেখা যায়। ভাইরাল হওয়ার পর কাজলের নামে একটি ফেসবুকে পেইজ খোলা হয়। সেই পেইজে হহালনাগাদ তথ্য ও ছবি দেখা যায়। এবার কাজলের সঙ্গে দেখা গেল চিত্রনায়ক আরিফিন শুভকে। সম্প্রতি কক্সবাজারের সৈকতের সঙ্গে আরিফিন শুভর সঙ্গে দেখা হয় কাজলের।
ছবিটি ওই পেইজে পোস্ট করা হয়েছে। লেখা রয়েছে, আজকে আমাদের এখানে আরিফিন শুভ ভাইয়া আসছিল। কিন্তু আমার ফোন ভালো না দেখে সুন্দর একটা ছবি তুলতে পারলাম না।
ফেসবুক পেইজটি কাজল নিজে নিয়ন্ত্রণ করেন কি না সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও ছবিটি ভাইরাল হয়ে গেছে। ছবিতে অভিনেতা বেশ আনন্দচিত্তে পোজ দিতে দেখা গেছে।