বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার পথে খুলে গেল নতুন এক দুয়ার। আসছে আগস্টেই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হতে পারে তুরস্কের। দুই দেশের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত মিলেছে।
শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে বসে এ বৈঠক। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই আলোচনাপর্ব।
বৈঠকে বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের উন্নয়ন, প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ার উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এও জানান, বাংলাদেশে তুর্কি ফুটবলের বেশ বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে, ফলে এ ম্যাচ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককেও আরও দৃঢ় করবে।
আগস্টে তুরস্কের বিপক্ষে খেলবে ঋতুপর্ণারা!
এই প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন টিএফএফ প্রেসিডেন্ট। তার ভাষায়, সবকিছু ঠিক থাকলে আগস্টেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যকার ঐতিহাসিক এই প্রীতি ম্যাচ।
শুধু ম্যাচ আয়োজনেই নয়, ফুটবল কাঠামো উন্নয়নের দিকেও নজর দিচ্ছে তুরস্ক। কোচ ও রেফারিদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়া চিকিৎসা, প্রশিক্ষণ বিনিময় এবং কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন টিএফএফ প্রধান।
দুই দেশের মধ্যে এই ক্রীড়া-কূটনীতিক উদ্যোগ ভবিষ্যতে নারী ফুটবল ছাড়িয়ে অন্যান্য খেলাধুলাতেও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
পিএ/টিএ