যখন চারদিকে বড় বাজেটের সিনেমার গুঞ্জন আর মুক্তির দিনক্ষণ নিয়ে মাতামাতি, তখন রণবীর সিং চুপিসারে শ্যুট করে ফেললেন এক হাই-ভোল্টেজ বিজ্ঞাপন, যেটি ইতিমধ্যেই বলিউডে আলোচনার শীর্ষে। চিং’স সিক্রেট-এর এই নতুন বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন ‘জওয়ান’ খ্যাত দক্ষিণের সুপারহিট পরিচালক অ্যাটলি।
মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে মাত্র চার দিনে শ্যুট শেষ হয় এই বিজ্ঞাপনের, যা আকারে ছোট হলেও আসলে একপ্রকার মিনি ব্লকবাস্টারের সমান। কারণ এই বিজ্ঞাপনে রণবীর সিং ফিরছেন তাঁর পরিচিত আইকনিক অবতারে — ‘ক্যাপ্টেন চিং’। শুধু রণবীরই নয়, সঙ্গে আছেন ববি দেওল তাঁর অনন্য ম্যাচো স্টাইলে, দক্ষিণের সেনসেশন শ্রীলীলা প্রথমবারের মতো বিজ্ঞাপনে পা রাখছেন, আর রয়েছেন রাজপাল যাদব, যিনি বরাবরের মতো হাসির রসদ যোগ করেছেন।
অ্যাটলির হিন্দি বিজ্ঞাপন পরিচালনায় এটিই প্রথম কাজ। তাঁর টিপিক্যাল মশালা মিক্স, ওভার-দ্য-টপ অ্যাকশন, স্টাইলিশ স্টান্ট আর উজ্জ্বল রঙিন ভিজ্যুয়াল দিয়ে বানানো হয়েছে এমন এক বিজ্ঞাপন, যা দর্শকদের চোখ ধাঁধিয়ে দেবে। এই বিজ্ঞাপন আসলে আর পাঁচটা প্রমোশনাল ভিডিও নয় — বরং সিনেমার পর্দায় বড় ক্যানভাসে দেখার মতোই অভিজ্ঞতা।
এই প্রজেক্টের পর অ্যাটলি নিজের পরবর্তী বড় প্রজেক্টে মন দেবেন, তবে এই বিজ্ঞাপন শ্যুটের মধ্য দিয়ে হিন্দি বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অভিষেক যে ধ্বংসাত্মক ছাপ রেখে যাবে, তা বলাই বাহুল্য।
রণবীর সিংও থেমে নেই। এই বিজ্ঞাপনের পর তাঁর হাতে রয়েছে একের পর এক প্রতীক্ষিত সিনেমা — আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’, ‘ডন ৩’ কৃতি স্যাননের সঙ্গে, আর নিজের ব্যানারে তৈরি জম্বি অ্যাকশন ছবি।
সব মিলিয়ে রণবীরের ‘ক্যাপ্টেন চিং’ রূপে কামব্যাক শুধু পণ্যের বিজ্ঞাপন নয়, বরং এক বড় পর্দার অভিজ্ঞতা — যেখানে অ্যাকশন, কমেডি আর তারকাখচিত উপস্থিতি একসঙ্গে মিশে তৈরি করেছে বিশাল বিনোদনের বোমা।
আরআর/টিএ