ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এবার লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ শক্তিশালী বরুশিয়া ডর্টমুন্ড।টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিশেষ করে কিছু খেলোয়াড় নতুন করে আলো ছড়াচ্ছেন।
যারা পুরো মৌসুমে ছিলেন আলোচনার বাইরে।
এই তালিকায় সবচেয়ে বড় নাম ভিনিসিয়ুস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের চোটে আক্রমণভাগের নেতৃত্বে সামনে এসেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গ্রুপ পর্বে সালজবুর্গের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে জানান দিয়েছেন নিজের ফিরে আসার বার্তা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সম্প্রতি এক প্রচারমূলক অনুষ্ঠানে ভিনিসিয়ুস তার খেলার ধরন ও গোল করার দক্ষতায় রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব নিয়ে কথা বলেছেন।
ভিনিসিয়ুস বলেন, ‘আমি সবসময় রোনালদোর দেওয়া একটা উপদেশ মনে রাখি। তিনি বলতেন, গোল করা খুব সহজ, কিন্তু আমি তা কখনো বিশ্বাস করতাম না। পরে ভাবলাম, সত্যিই তো—তার অভিজ্ঞতা আমাকে খেলায় এক ধরনের মানসিক শান্তি এনে দিয়েছে।
তিনি বলতেন, গোলরক্ষকের সঙ্গে ওয়ান-টু-ওয়ানে থাকা ম্যাচের সবচেয়ে সহজ মুহূর্ত।’
মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি খুব কম বয়সে মাদ্রিদে আসি।
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিই, শিখি এবং উন্নতি করি। আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালে করা গোল এবং ফ্ল্যামেঙ্গোর হয়ে অভিষেক।
এমআর/টিএ