ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে ‘ছক্কা’ হাঁকিয়েছেন মুহাম্মদ সিরাজ। বাকি চারটি উইকেট বাংলার পেসার আকাশ দীপের। দুজনের দাপটে এজবাস্টন টেস্টে ‘অ্যাডভান্টেজ’ ভারতের। সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়লেন সিরাজ। পিছিয়ে নেই আকাশ দীপও। দুই পেসারের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর।
৭০ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। ১৯৯৩ সালের পর কোনও অ্যাওয়ে দলের পেসার হিসেবে এজবাস্টনে ৬ উইকেট তুললেন তিনি। এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচজন পেসারই পাঁচ উইকেট তুলেছেন। এই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের ইমরান খান। ১৯৮২ সালে তিনি ৫২ রান দিয়ে ৭ উইকেট তুলেছিলেন।
১৯৮৬ সালে ভারতের চেতন শর্মাও ৬ উইকেট তুলেছিলেন। সিরাজের আগে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার পল রেইফেলও ৬ উইকেট পেয়েছিলেন।ঘটনাচক্রে তিনি এই ম্যাচের টিভি আম্পায়ার।
ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম পাঁচ উইকেট। তার আগে মাত্র ৫ জন ভারতীয় পেসারের এই কৃতিত্ব রয়েছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাতেও ‘পাঞ্জা’ রয়েছে সিরাজের নামে। অন্যদিকে চার উইকেট তুলেছেন আকাশ দীপ। ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রানে আউট হন।
তার মধ্যে ডাকেট, অল পোপের উইকেট পান আকাশ দীপ। বেন স্টোকস, ব্রাইডন কার্স, জশ টং ও সোয়েব বশিরকে আউট করেন সিরাজ। এই প্রথমবার টেস্টের এক ইনিংসে ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রানে আউট হলেন।
সিরাজের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর। তিনি লিখেছেন, “সিরাজের বোলিংয়ে যে পরিবর্তনটা আমি দেখেছি, সেটা হল ধারাবাহিকতা ও নিপুণতা বাড়িয়েছে। সঠিক জায়গায় বল করছে। সেটার জন্যই ৬ উইকেট পেয়েছে। আকাশ দীপও সমর্থন জুগিয়েছে। অসাধারণ।”
এমআর/টিএ