রুডিগার ও এমবাপ্পেকে আর্থিক জরিমানা করল উয়েফা

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা হওয়ায় টাইব্রেকারে খেলা গড়ালে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজ ও মার্কাস ইয়োরেন্তে বল জালে পাঠাতে ব্যর্থ হন। অন্যদিকে রিয়ালের পক্ষে চতুর্থ শট নিয়ে মিস করেন লুকাস ভাসকেস। তবে শেষ শটে অ্যান্টনিও রুডিগার বল জালে পাঠালে রিয়াল জয় পায়।

নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বুনো উল্লাসে মেতে উঠেছিলেন রিয়ালের খেলোয়াড়রা। বিশেষ করে শেষ শট জালে পাঠিয়ে রুডিগার অ্যাতলেটিকোর সমর্থকদের উদ্দেশ করে যেভাবে উদযাপনে মাতেন তা বিতর্কের জন্ম দেয়। তার সঙ্গে বুনো উদযাপনে যোগ দেন দানি সেবায়োস কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রও। তবে সে উদযাপন ভালোভাবে নেননি রেফারি। ফলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন রিয়ালের এই চার তারকা।



অবশেষে সেই ম্যাচের বুনো উদযাপনের জন্য শাস্তি পেতে হচ্ছে রিয়ালের তিন তারকা–রুডিগার, সেবায়োস ও এমবাপ্পেকে। কাদেনা এসইআর জানিয়েছে, রিয়ালের এই তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

কৃতকর্মের জন্য এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা), রুডিগারকে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা) ও সেবায়োসকে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। টাইব্রেকারে রিয়ালের নাটকীয় জয়ের পর উদযাপন ও অঙ্গভঙ্গীর জন্য মাদ্রিদের এই তিন তারকাকে এই জরিমানা গুণতে হচ্ছে।

রুডিগারের নেয়া স্পটকিকে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান। এ সময় অ্যাতলেটিকোর সমর্থকরা তাদের উদ্দেশ করে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। লস রোজিব্লাঙ্কোরা রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠের দর্শকদের উত্তেজিত করে তোলার অভিযোগ আনে।

অন্যদিকে রিয়াল অভিযোগ জানায়, অ্যাতলেটিকো সমর্থকরা তাদের খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক ছিল এবং স্ট্যান্ড থেকে মিসাইল ছুড়েছে।

তবে, রিয়ালের ১৫ ট্রফি ও অ্যাতলেটিকোর একটিও নেই এমন ইঙ্গিত দেখিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভিনিসিউস জুনিয়র। তার প্রতিক্রিয়া সতর্ক করার মতো আগ্রাসী ছিল না বলে মত উয়েফার।

রুডিগার, এমবাপ্পে ও সেবায়োসকে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞাও দিয়েছে উয়েফা। যার অর্থ তারা একই ধরণের কাজ পুনরায় করলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে এক সমর্থক নাৎসি স্যালুট দেয়ায় রিয়ালকে সতর্ক করে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে। একই ধরণের ঘটনা পুনর্বার ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে শাবি আলনসোর শিষ্যরা।  

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার Jul 08, 2025
img
বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব Jul 08, 2025
img
গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ Jul 08, 2025
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিন : মুরাদ Jul 08, 2025
img
আবার জুটিতে ত্রিশা–ভেঙ্কটেশ! আসছে ত্রিভিক্রমের নতুন ফ্যামিলি ড্রামা Jul 08, 2025
img
যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে : প্রেসসচিব Jul 08, 2025
img
ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান Jul 08, 2025
img
চিরঞ্জিতের দুর্দান্ত রূপান্তর: ধর্মেন্দ্র হয়ে জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার Jul 08, 2025
img
'দ্য গার্লফ্রেন্ড' ছবির শ্যুটিংয়ে ক্যাম্পাসে ফিরে আবেগঘন রাশমিকা Jul 08, 2025
img
ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি : নাহিদ ইসলাম Jul 08, 2025
img
চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত Jul 08, 2025
img
শুবমান গিলকে থামাতে সেরা অস্ত্র হতে পারেন আর্চার : ব্রড Jul 08, 2025
img
সাবেক সচিব, বিচারক ও নির্বাচন কমিশনারসহ ১২ জন সরকারি কর্মকর্তার ফ্ল্যাট বরাদ্দ বাতিল Jul 08, 2025
img
শুধু টাকার জন্য তো ক্রিকেটটা কেউ খেলে না: রনি Jul 08, 2025
img
বাবার তবলায় মায়ের গান, আমার জীবনের শ্রেষ্ঠ শিল্পী মা: জয়া Jul 08, 2025
আ.লীগ ছাড়া অন্য দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি Jul 08, 2025
ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা Jul 08, 2025
img
রণবীর, ইয়াশ ও সাই পল্লবীর ওপর আরোপ করা হয়েছে মিডিয়া ব্যান Jul 08, 2025
২০১৮'র নির্বাচনকে বৈধতা দিল বিএনপি: ফয়জুল করীম Jul 08, 2025
img
এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা Jul 08, 2025