চীন লোহিত সাগরে ইইউ সামরিক অভিযানের সময় একটি জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে বলে মঙ্গলবার (৮ জুলাই) অভিযোগ করেছে বার্লিন।
বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘চীনা সামরিক বাহিনী ইউরোপীয় ইউনিয়নের অভিযান এএসপিআইডিইএস-এ অংশ নেয়া একটি জার্মান বিমানকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে।’
এতে আরও বলা হয়, ‘জার্মান কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলা এবং অভিযান ব্যাহত করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এই ঘটনার বিষয়ে প্রতিবাদ জানাতে বার্লিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।’
জার্মান ম্যাগাজিন স্পিগেলের মতে, ওই বিমানটি ছিল একটি জার্মান গোয়েন্দা বিমান যা অভিযানের জন্য ভাড়া করা হয়েছিল। ইয়েমেন উপকূলে জার্মান বিমানটি একটি চীনা ফ্রিগেটের কাছাকাছি এলে এই ঘটনা ঘটে।
জার্মান সূত্রগুলো ম্যাগাজিনটিকে জানিয়েছে, স্ট্যান্ডার্ড প্রোটোকলের বিপরীতে চীনা ফ্রিগেটের ক্রুরা জরুরি ফ্রিকোয়েন্সিগুলোর মাধ্যমে আগে থেকে যোগাযোগ করেনি এবং বিমানটিকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছিল।
তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর/টিএ