সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ বিশ্বব্যাপী তুমুল সাড়া ফেলেছে। বেশ দুর্দান্ত উদ্বোধনীর পাশাপাশি দর্শকমনে ঝড় তুলেছে এটি। গত ৩ জুলাই সিনেমাটি গাল্ফ অধিভুক্ত দেশগুলোতেও মুক্তি পেয়েছে। তবে সৌদি আরবে সেভাবে সাড়া ফেলতে পারছে না সিনেমাটি।
বরং সৌদি আরবের চলচ্চিত্র আলজারফার কাছে ধরাশায়ী জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি।
সৌদি চলচ্চিত্র কমিশনের বরাত দিয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিচ্ছে দেশটির নতুন চলচ্চিত্র ‘আলজারফা : এস্কেপ ফ্রম হানহোনিয়া হেল’। মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে আলজারফার ব্যবসা ২.৪ মিলিয়ন ডলার। যেখানে কয় দিন আগে মুক্তি পাওয়া ব্র্যাড পিট অভিনীত ‘এফ১’ একই সময়ে সমপরিমাণ টাকার (২.৪ মিলিয়ন ডলার) ব্যবসা করেছিল।
এদিকে গত ৬ জুন সৌদি আরবে মুক্তি পায় ‘ড্যাঞ্জারাস এনিম্যালস’। প্রথম তিনদিনে এ সিনেমার আয় ছিল ৭ লাখ ৭৩ হাজার ডলার। আর একই সময়ে ৭ লাখ ডলার ব্যবসা করেছে গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। আলজারফার গল্প এগিয়েছে হামাদ, মা’আন ও সানাদ নামের তিন বন্ধুকে ঘিরে, যারা একটি জাদুঘর থেকে ‘গোল্ডেন রাশরাশ’ চুরি করার পরিকল্পনা করে।
কিন্তু সব কিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি পরিচালনা করেছেন আবদুল্লাহ মাজেদ। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছে আলশিমাইসি ফিল্মস ও টেলফাজ১১ নামের দুটি প্রযোজনা সংস্থা, এর আগে তারা সৌদি আরবের সর্বকালের বক্স অফিস হিট ‘সাত্তার’ নির্মাণ করেছিল।