ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী।
বুধবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, নির্বাচন কমিশন গঠনের পর থেকেই আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। একদিন পরপর কিংবা প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা আলোচনা সভা করছি। আগামী এক সপ্তাহের মধ্যেই সব পক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হবে।
তিনি আরও জানান, আলোচনাগুলো শেষ হলেই আমরা তফসিল ঘোষণা করব। এরপর নির্বাচন আয়োজনে স্বাভাবিকভাবেই কিছু প্রস্তুতির সময় লাগে। আশা করছি, তফসিল ঘোষণার ৩৬ থেকে ৪৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
ইউটি/টিএ