ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ঘানার মিডফিল্ডার মোহাম্মদ কুদুস। ওয়েস্টহাম ইউনাইটেড থেকে তাকে ৫৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে স্পার্স। এখন ওয়ার্ক পারমিটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুই পক্ষ।
২৪ বছর বয়সী কুদুসের রিলিজ ক্লজ ছিল ৮৫ মিলিয়ন পাউন্ড।
তবে শেষ পর্যন্ত ৫৫ মিলিয়নে ছাড়ে তাকে বিক্রি করতে রাজি হয় ওয়েস্টহাম। প্রথমে স্পার্সের ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল দলটি।
টটেনহামের সঙ্গে ছয় বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত থাকবেন কুদুস। ক্লাবের সামাজিক মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময়ই উচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখেছি।
টটেনহামের ইতিহাস, ক্লাবের পরিসর এবং চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ — সব মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় মুহূর্ত। আমি খুব খুশি এবং খেলা শুরু করার জন্য মুখিয়ে আছি।’
ওয়েস্ট হ্যামে এক মৌসুমে দুর্দান্ত সময় কাটান কুদুস। ২০২৩ সালের আগস্টে আয়াক্স থেকে ৩৮ মিলিয়ন পাউন্ডে যোগ দেন তিনি।
এরপর ৬৫টি প্রিমিয়ার লিগ ম্যাচে অংশ নিয়ে করেন ১৩টি গোল এবং ৯টি অ্যাসিস্ট। ইউরোপা লিগেও আলো ছড়িয়েছেন এই ঘানিয়ান তারকা।
এদিকে, স্পার্সে যোগ দিতে চলেছেন নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মর্গান গিবস-হোয়াইটও। শুক্রবার মেডিকেল টেস্ট শেষে ৬০ মিলিয়ন পাউন্ডে তার চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এফপি/এস এন