‘কাঁটা লগা’ গার্ল হিসেবে এক সময় বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া শেফালী জরীওয়ালার হঠাৎ মৃত্যু এখনও নাড়া দিয়ে যাচ্ছে তাঁর অনুরাগীদের। ২৭ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। একের পর এক আবেগঘন পোস্টে স্ত্রীর স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন তিনি। তবে এখানেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ—পরাগ কি তবে শেফালীর মৃত্যুকে কাজে লাগিয়ে নিজে আলোচনায় আসতে চাইছেন?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেফালীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন পরাগ। যেখানে শেফালীর হাত নিজের হাতে ধরে রেখেছেন তিনি। ক্যাপশনে লেখেন, “আমরা চিরকাল একসঙ্গে আছি, থাকব।” এই ছবিটি ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই মন্তব্য করে বলেন, “এখন শোকের মাঝে হঠাৎ এত ছবি, এত স্মৃতি ভাগ করে নেওয়া কি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা নয়?”
এই মন্তব্যগুলোকে উড়িয়ে দিয়ে পরাগ নিজেই জবাব দিয়েছেন। এক মন্তব্যে লেখেন, “সবাই আপনাদের মতো নয়। পরী (শেফালী) সোশ্যাল মিডিয়া ভালোবাসত, মানুষের ভালোবাসা পেতে চাইত। ওকে নিয়ে কিছু শেয়ার করলে ওর আত্মা খুশি হবে।”
পরাগ আরও জানান, আগে খুব একটা সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না তিনি। কিন্তু এখন থেকে শেফালীর স্মৃতির জন্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে পুরোপুরি উৎসর্গ করেছেন। নিয়মিত স্মৃতি ভাগ করে নেবেন বলে জানান তিনি।
শুধু স্মৃতি ভাগ করে নেওয়াই নয়, স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৃক্ষও রোপণ করেছেন পরাগ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “পরী প্রকৃতি ভালোবাসত। ওকে স্মরণ করার জন্য এই গাছটা লাগালাম। সকলকে ধন্যবাদ, যাঁরা পাশে রয়েছেন।”
তবে শেফালীর আকস্মিক মৃত্যুর পেছনে আরেকটি দুঃখজনক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, বয়স ধরে রাখতে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেতেন। যা হয়তো তাঁর মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে।
সব মিলিয়ে একদিকে যেমন স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে নিজের মতো করে লড়াই করছেন পরাগ, অন্যদিকে নেটদুনিয়ার একাংশের সমালোচনার মুখেও পড়ছেন তিনি। কারও চোখে ভালোবাসায় ভরা এক শোকাতুর স্বামী, আবার কারও চোখে প্রচারের আলোয় আসার প্রচেষ্টা। সত্যি কোথায়, সেটা সময়ই বলবে।
এসএন