বিশ্বকাপ মিশনে ঋতুপর্ণা-আফিদাদের জন্য বিশেষ পরিকল্পনা বাফুফের

বেশ বড় সম্ভাবনার সামনে বাংলাদেশের নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় ১২ দলের নারী এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠলেই ব্রাজিল বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের। বাফুফে তাই ঋতুপর্ণা-আফিদাদের নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে।

গতকাল বিকেলে বাফুফের অন্যতম সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর অফিসে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালসহ আরও কয়েকজন কর্মকর্তা অনানুষ্ঠানিক সভা করেছেন। সেই সভায় এশিয়া কাপ থেকে বিশ্বকাপে খেলার জন্য এই সময়ে কী কী প্রয়োজন এ নিয়ে আলোচনা হয়েছে মূলত। শুধু মাঠের অনুশীলন ও প্রীতি ম্যাচ নয়, ফুটবলারদের স্বাস্থ্য এবং খাবার নিয়েও গভীরভাবে বিশ্লেষণ হয়েছে।

কালকের সভায় নারী ফুটবল দলের সঙ্গে যাওয়া চিকিৎসকও ছিলেন। তার পর্যবেক্ষণ, বাংলাদেশ নারী ফুটবলারদের হিমোগ্লোবিন কম এবং বিশ্বকাপ পর্যায়ে খেলতে হলে স্বাস্থ্যগত বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। সভাপতিসহ উপস্থিত কমিটির সবাই জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে সব ফুটবলারের সাধারণ চেক-আপ করানোর পক্ষে মত দিয়েছেন। যা আগে সেভাবে হয়নি।



জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। এই দলগুলো শুধু টেকনিক-ট্যাকটিসেই এগিয়ে নয়, শারীরিকভাবেও বেশ শক্তিশালী। বাংলাদেশ নারী দলে অনেক ফুটবলারেরই ওজনে ঘাটতি রয়েছে। কালকের আলোচনায় ওজনের ঘাটতি পূরণের পাশাপাশি বেশি পুষ্টিকর খাবার প্রদানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

নারী ফুটবল দল সাধারণত বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করত। এই টার্ফ সংস্কার হওয়ায় কখনও বুয়েট, কখনও আবাহনী আবার কখনও কিংস অ্যারেনায় ছুটতে হয়। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাফুফে আফিদাদের সুনির্দিষ্ট একটি মাঠ দিতে চায় আবাসন সুবিধাসহ। এজন্য ঢাকা কিংবা ঢাকার আশেপাশে বেশ কয়েকটি বিকল্প খুঁজছে ফেডারেশন।

নারী ফুটবলাররা দেশকে নিয়মিত বিরতিতে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিচ্ছেন। এর বিপরীতে তেমন আর্থিক স্বচ্ছলতা তাদের আসেনি। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর ঋতুপর্ণাদের মাসিক বেতন মাত্র ৫৫ হাজার টাকার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। মেয়েদের আর্থিক বিষয়াদির উন্নতি এবং নিয়মিত করতে এবার বেশ সচেষ্ট হয়েছে ফেডারেশন।

এশিয়া কাপ নিশ্চিত করা অন্য দেশগুলো ইতোমধ্যে কাজ শুরু করলেও বাংলাদেশের খানিকটা সময় লাগছে। জাতীয় দলের অনেক ফুটবলারই বয়সভিত্তিক দলে খেলছেন। কোচ বাটলারও এই দলগুলো সামলাচ্ছেন। ফলে সেপ্টেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত মূলত বাংলাদেশ কাজ করার সুযোগ পাবে। নভেম্বরে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ রয়েছে।সেই টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টিংয়ের খেলার কথা।

এতে জাতীয় দলের কয়েকজন থাকবেন স্বাভাবিকভাবেই। ক্লাব প্রতিযোগিতা, জাতীয় দলের অনুশীলন ও প্রীতি ম্যাচ সবকিছুর সমন্বয়ের বিষয়টি কোচ বাটলারের ওপরই ছেড়েছে ফেডারেশন। আজ অ-২০ দলের ম্যাচ থাকায় বাটলার কালকের সভায় ছিলেন না। তিনি কিছুদিনের মধ্যে এশিয়া কাপের জন্য ফেডারেশনকে একটি পরিকল্পনা দেবেন।

এমআর/এসএন  


Share this news on:

সর্বশেষ

img
‘রামায়ণ’ দেখে কৌশল পাল্টাল ‘গড অব ওয়ার’ নির্মাতারা Jul 16, 2025
img
গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা Jul 16, 2025
img
গোপালগঞ্জে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী Jul 16, 2025
img
নিজ বাড়ি থেকে তারকা দম্পতির মরদেহ উদ্ধার Jul 16, 2025
img
বিশ্ব বাজারে বেড়েছে ডলারের মান ও ট্রেজারি বন্ডের সুদহার Jul 16, 2025
img
কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে: মোহাম্মদ সিরাজ Jul 16, 2025
img
ঘুষ দিতে গিয়ে মালয়েশিয়ায় এয়ারপোর্টে দুই বাংলাদেশি আটক Jul 16, 2025
img
‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার Jul 16, 2025
img
অভিনেতা রবি তেজার বাবা আর নেই Jul 16, 2025
img
ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় : বিআরটিএ চেয়ারম্যান Jul 16, 2025
img
বিসিবি এবার টাইগারদের জন্য নিয়োগ দিল ‘পাওয়ার হিটিং’-এর জনক Jul 16, 2025
img
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের সময়সূচি ঘোষণা Jul 16, 2025
img
ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করলো ইরান Jul 16, 2025
img
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ Jul 16, 2025
img
বিমানবন্দরের মারাত্মক ভুলে করাচির যাত্রী পৌঁছে গেলেন সৌদি Jul 16, 2025
img
কন্যাসন্তান পেয়ে জীবন বদলে গেল: সিদ্ধার্থ Jul 16, 2025
img
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি আয়কর রিটার্ন অডিটে এনবিআরের নির্বাচন Jul 16, 2025
img
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তিন তারকাই এখন কন্যার বাবা-মা Jul 16, 2025
img
বিনোদিনী চরিত্রেই নিজেকে খুঁজে পেলেন শুভশ্রী Jul 16, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে ইরানকে আগস্ট পর্যন্ত আলটিমেটাম Jul 16, 2025