বলিউডের জনপ্রিয় তারকা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও নিজেদের অভিষেক ঘটালেন। নেটফ্লিক্সের অরিজিনাল ‘টোস্টার’ প্রজেক্টের মাধ্যমে তারা যুগল প্রযোজক হিসেবে প্রথমবার ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন। শুধু অভিনয় নয়, এবার নিজেদের গল্প বলতে আগ্রহী এই দম্পতি, যা বলিউডে নতুন দিগন্তের সূচনা করতে পারে।
অভিষেক ব্যাণার্জী ‘স্টোলেন’ সিনেমায় ডুয়াল রোলে হাজির হয়ে নজর কাড়েন। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন এক্সিকিউটিভ প্রডিউসারও। সমালোচকদের প্রশংসা কুড়ানো এই ছবি প্রমাণ করে, তার গল্প বলার দক্ষতা দিনে দিনে আরও পরিণত হচ্ছে।
রিষভ শেঠি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমার সাফল্যের পর এই গল্পের দ্বিতীয় পর্বে ফিরছেন পরিচালক ও মুখ্য অভিনেতা হিসেবে। লোককথা ও আধ্যাত্মিকতার গভীরতা নিয়ে নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা দর্শকদের মুগ্ধ করবে।
ভীর দাস ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ সিনেমায় সহ-পরিচালক এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটি আমির খান প্রডাকশনের প্রযোজনায় তৈরি এবং এতে হিউমার ও সাসপেন্সের অনবদ্য মিশেল দেখানো হবে।
অংশুমান ঝা দ্বৈত পরিচালনায় কাজ করছেন ‘লকাডবাঘা ২: দ্য মনকি বিজনেস’ ও ‘লর্ড কার্জন কি হ্যাভেলি’ সিনেমায়। ‘লকাডবাঘা ২’ ভিজিলান্টি-অ্যানিমাল লাভার ইউনিভার্সের সিক্যুয়েল, আর ‘লর্ড কার্জন…’ একটি আন্তর্জাতিক স্বাদের ডার্ক কমেডি। ইন্ডি সিনেমায় ঝা নিজেকে নতুন বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করছেন।
প্রিয়াংশু পাইনিউলি ‘জাগার’ সিনেমায় পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। উত্তরাখণ্ডের পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের মিশেলে এই সিনেমা পাহাড়ি আত্মার খোঁজে একটি শক্তিশালী গল্প উপস্থাপন করবে।
২০২৫ সালে বলিউড অভিনেতারা কেবল পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনেও নিজেদের সৃজনশীলতা দিয়ে নতুন যুগের সূচনা করছেন। তারা এখন নিজস্ব সিনেম্যাটিক লিগেসি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ফোকলোর হোক, স্যাটায়ার, থ্রিলার কিংবা ইন্ডি ছবি — ‘অ্যাক্টর-অটিউর’ যুগের প্রবেশ ঘটেছে বলেই মনে হচ্ছে।
এফপি/টিএ