‘বাঘি ৪’ দিয়ে যেন নিজেকে নতুনভাবে চিনিয়ে দিতে চাইছেন টাইগার শ্রফ। পরপর কয়েকটি সিনেমায় বক্স অফিসে হোঁচট খাওয়ার পর এবার যেন নিজের পরিচিত পথেই ফিরে এলেন তিনি- অ্যাকশনের রাস্তায়, তবে আগের চেয়ে অনেক বেশি কঠিন, অনেক বেশি রক্তঝরা অভিজ্ঞতা নিয়ে।
৯ জুলাই, নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্টে টাইগার জানালেন, এই ছবির জন্য যতটা রক্ত ঝরিয়েছেন, অতীতের কোনো ছবির জন্য তা করেননি। এটিই নাকি তার জীবনের সবচেয়ে ডিমান্ডিং পারফরম্যান্স। তিনি এটাও স্পষ্ট করেছেন, এই ছবি তার হারানো মুকুট ফিরে পাওয়ার লড়াইয়ের শুরু।
এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার পরিচালনা করছেন এ হর্ষ, যার হাত ধরেই ‘বাঘি’ সিরিজ পাচ্ছে এক নতুন গতি। প্রযোজনায় থাকছেন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। টাইগার শ্রফের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সঞ্জয় দত্ত ও সোনম বাজওয়া।
ছবির চরিত্রে টাইগারকে দেখা যাবে আগের চেয়ে আরও বেশি কঠিন ও শারীরিকভাবে ডিমান্ডিং রূপে। মার্শাল আর্ট, স্টান্ট- সবই থাকছে, তবে সেগুলোর মাত্রা এবার আরও বেশি। প্রাক্তন পরিচালক আহমেদ খানের ভাষায়, “এক নতুন টাইগার আসছে। ও এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। ওর মধ্যে অভিনেতা হিসেবে বিবর্তন স্পষ্ট।” শুধু অ্যাকশন নয়, অভিনয়ের জায়গাতেও টাইগার এবার চ্যালেঞ্জ নিয়েছেন বলেই আভাস মিলছে।
চূড়ান্ত রূপে মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর, স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে, যেটি বলিউডে বরাবরই বড় ছবির জন্য নির্ধারিত সময়। ফলে অন্য বড় রিলিজের সঙ্গে সরাসরি টক্করও হতে পারে।
‘বাঘি’ সিরিজ বরাবরই অ্যাড্রেনালিন, ইমোশন আর স্টান্টে ভরপুর এক ভিন্ন ধারা তৈরি করেছে। এবার সেই ধারায় টাইগারের রক্ত, ঘাম আর প্রত্যাবর্তনের গল্প যোগ হচ্ছে। আর তার পাশে রয়েছেন বলিউডের দুর্দান্ত এক চরিত্রাভিনেতা সঞ্জয় দত্ত। এই জুটি হয়তো ফিরিয়ে আনতে পারে সেই ঝলক, যেটা টাইগারকে একসময় বলিউডের সবচেয়ে আকর্ষণীয় অ্যাকশন তারকায় পরিণত করেছিল।
কেএন/টিকে