বলিউড অভিনেতা শহিদ কাপুর ও বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের সম্পর্ক বরাবরই বলিউডপ্রেমীদের কৌতূহলের জায়গা। শহিদের সৎমা হিসেবে তিনি কতটা ঘনিষ্ঠ সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিয়া জানিয়েছেন, শহিদকে তিনি নিজের সন্তান বলেই মনে করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সুপ্রিয়া বলেন, ‘আমি যখন প্রথম ওকে দেখি, তখন ওর বয়স ছিল ছয় বছর। খুবই মায়াবী একটা মুখ।’
তিনি আরও বলেন, ‘স্রষ্টা আমাদের প্রতি খুব দয়ালু ছিলেন। শহিদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক মা-ছেলের মতো জমজমাট। আমি ওকে নিজের ছেলের মতোই দেখি। ও আমাকে খুবই শ্রদ্ধা করে।’
শুধু শহিদই নয়, নিজের সন্তান রুহান কাপুর ও সানাহ কাপুরের কথাও তুলেছেন এই গুণী অভিনেত্রী। জানিয়েছেন, তাদের সবার সঙ্গেই তিনি এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নিয়েছেন। ভাইবোন হিসেবে ওরাও খুব ঘনিষ্ট আর মধুর সম্পর্ক ধারণ করে।
‘আমি ওদের সঙ্গে ঝগড়া করতে পারি, ভালোবাসতেও পারি, আবার হাসতেও পারি। ওরা সবাই আমার সন্তান’- বলেন সুপ্রিয়া।
সুপ্রিয়া পাঠক ও পঙ্কজ কাপুরের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে ‘আগলা মৌসুম’ ছবির শুটিংয়ে। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিবাহ। তাদের দুই সন্তান সানাহ ও রুহান।
প্রসঙ্গত, শাহিদ কাপুরের মা নীলিমা আজিমের সঙ্গে পঙ্কজ কাপুরের বিবাহবিচ্ছেদ হয় শাহিদের বয়স যখন মাত্র তিন।
এফপি/ টিকে