এক সময়ের কাতালান লা মাসিয়া একাডেমির ক্ষুদে ফুটবলার এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে।
মাত্র ১৮ বছরে পা দিলেন বার্সেলোনার ফুটবল বিস্ময় লামিনে ইয়ামাল। এক সময়ের কাতালান লা মাসিয়া একাডেমির ক্ষুদে ফুটবলার এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। আজ রোববার (১৩ জুলাই) তার জন্মদিনে তাকে ঘিরে ভালোবাসা, রেকর্ড আর সম্মাননার বন্যা বইছে বার্সেলোনা জুড়ে।
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পরই ফুটবল বিশ্বে ঝড় তোলেন লামিনে ইয়ামাল। মাত্র দুই বছর পেরিয়ে এসে এখন তিনি বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজনই নন, বরং অনেকের চোখে শীর্ষস্থানীয় তারকা।
২০২৩–২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যানসের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন ইয়ামাল। আর ২০২৪–২৫ মৌসুমে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে।
জন্মদিনে বার্সেলোনায় তার নামে আঁকা হয়েছে দেয়ালচিত্র, যা ফুটবল দুনিয়ায় তার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিচ্ছবি। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কাতালুনিয়ার রাস্তায় তার প্রতি এক ব্যতিক্রমী শ্রদ্ধা জানানো হয়েছে।
বিখ্যাত শহরভিত্তিক গ্রাফিতি শিল্পী টিভিবয়, যিনি আগেও লিওনেল মেসি, আলেক্সিয়া পুতেলাস এবং গায়িকা রোসালিয়ার মতো ব্যক্তিত্বদের দেয়ালচিত্র এঁকেছেন, এবার ইয়ামালকে চিত্রিত করেছেন সুপারহিরো রূপে।
বার্সেলোনার গ্রাসিয়া এলাকার এসকোরিয়াল স্ট্রিটে একটি লাল রঙের দেয়ালে আঁকা হয়েছে ইয়ামালের বিশাল ছবি। সেখানে ডিসি কমিকসের ‘সুপারম্যান’-এর ‘এস’ প্রতীকটির পরিবর্তে ইয়ামালের নামের প্রথম অক্ষর ‘এল’ দেখা যাচ্ছে তার বুকে।
ছবির পাশে লেখা রয়েছে—‘যখন বাধাগুলো বড় হয়, সুপার লামিন সেগুলো ছোট করে ফেলে’।
এটি ইয়ামালকে নিয়ে আঁকা প্রথম দেয়ালচিত্র নয়। চলতি বছরের মে মাসেও স্থানীয় শিল্পী আদ্রিয়া বোশ গ্রাসিয়ায় একটি দেয়ালে ইয়ামালের গম্ভীর মুখাবয়ব এঁকেছিলেন। তবে টিভিবয়ের কাজটিতে ইয়ামালকে দেখা গেছে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে।
১৮ বছর পূর্ণ করার আগেই ইয়ামাল শুধু ফুটবলের নয়, বার্সেলোনার সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছেন। সামাজিক বিভিন্ন শ্রেণির শিশুদের জন্য তিনি এখন এক অনুপ্রেরণার নাম।
আজ ইয়ামালের জন্মদিনের সঙ্গে শুরু হচ্ছে বার্সেলোনার ২০২৫/২৬ মৌসুমের প্রস্তুতি পর্ব। পুরো স্কোয়াড ফিরে আসবে প্রাক-চিকিৎসা পরীক্ষা দিতে, যার পর শুরু হবে অনুশীলন।
তবে তার আগে শনিবার রাতে ইয়ামাল বার্সেলোনায় একটি ব্যক্তিগত জন্মদিনের পার্টি আয়োজন করেছেন
ইয়ামাল এখন পর্যন্ত বার্সার হয়ে ১০৫টি ম্যাচে ২৫ গোল ও ৩৪টি অ্যাসিস্ট করেছেন। তার বয়স অনুযায়ী রেকর্ড সংখ্যক অর্জনের মাধ্যমে তিনি ইতিমধ্যে ২০২৫ ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
এফপি/ টিকে